নিজেকে 'পরিণত' করার বিকল্প নেই বিজয়ের

ঘরোয়া
নিজেকে 'পরিণত' করার বিকল্প নেই বিজয়ের
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কা সিরিজে টাইগার দলে অটোমেটিক চয়েস হিসেবে থাকছেন তামিম ইকবাল। গেলো বিপিএলে ভালো খেলায় ওপেনিংয়ে ইমরুল কায়েসও থাকছেন তার সঙ্গী।

তবে ক্রিকেটপাড়ার জোর গুঞ্জন, হাথুরুসিংহে বিদায় নেওয়ায় দল থেকে বাদ পরতে পারেন গেলো বছরে বাজে পারফর্ম করা সৌম্য সরকার। আর তিনি বাদ পড়লে সবার আগে দলে ঢুকতে পারেন এনামুল হক বিজয়।

কেননা জাতীয় ক্রিকেট লীগে রানের জোয়ারে ভাসছেন তিনি। নির্বাচকদের দরজায় কড়াও নাড়ছেন। তবে এসব নিয়ে ভাবছেন না বিজয়। আপাতত নিজের মতো করে খেলে যেতে চান তিনি। সম্প্রতি মিডিয়ার সামনে তিনি জানিয়েছেন,

"বড় রান করার ব্যাপারে সবসময় চেষ্টা থাকে আমার। আর জাতীয় দলে জায়গা পাওয়া তো সবসময় আনন্দের, খুবই তৃপ্তিদায়ক। লাল সবুজের জার্সি গায়ে কে না চায় মাঠে নামতে। 

আমিও ঠিক একইভাবে সেটাই চাই। দিনকে দিন নিজেকে আমি আরও পরিণত করছি যেন জাতীয় দলে সুযোগ পাই, আর জাতীয় দলে আরও অনেক বেশি সার্ভিস যেন দিতে পারি।"

উল্লেখ্য, ডিপিএলে ভালো পারফর্মেন্স ছিল তার। ১৬ ম্যাচে ৩৭.২৫ গড়ে ৫৯৬ রান করেছেন তিনি। অবশ্য নির্বাচক হাবিবুল বাশার সুমন এখনই কোনও গ্রিন সিগন্যাল দিচ্ছেন না বিজয়কে। তার মতে, সেরা পারফর্মেন্স করা ক্রিকেটারই খেলবে ওপেনিংয়ে। 

মিডিয়ার সামনে বাশার বলেন, "ডান হাতি বা বা হাতি হয়ে যিনিই ওপেনার হিসেবে আসবেন, তিনি অবশ্যই সেরা পারফর্মার হিসেবেই আসবেন। এটাই আমাদের লক্ষ্য। ওপেনিং একটা ভালো পজিশন, এখানে যিনি সেরা অবশ্যই তিনি আসবেন।"

আরো পড়ুন: this topic