promotional_ad

নাসির ২৯৫, লিড ২৭৯

promotional_ad

বরিশালের বিপক্ষে মাত্র পাঁচ রানের জন্য দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে তিনশো হাঁকানোর কীর্তি গড়তে পারেননি রংপুরের ব্যাটসম্যান নাসির হোসেন। ম্যাচের শেষ দিন ২৯৫ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান।


আগের দিন ২৭০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন তিনি। শেষ দিন সকালে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলে তিনশোর পথেই যাচ্ছিলেন তিনি। কিন্তু দলীয় ৬১৪ রানের সময় ব্যক্তিগত ২৯৫ রানের সময় লিংকন দে সঞ্জয়ের বলে ফজলে রাব্বির হাতে ক্যাচ দিয়ে ফিরে আসেন নাসির।



promotional_ad

৫১০ বলে ৩২টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ২৯৫ রান আসে তার ব্যাট থেকে। নাসির বিদায় নেয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করে রংপুর। ইনিংস ঘোষণা করলেও বরিশালের বিপক্ষে ২৭৯ রানের লিড নেয় রংপুর।


নাসির ছাড়াও রংপুরের হয়ে সেঞ্চুরি হাঁকান ব্যাটসম্যান আরিফুল হক। তার ব্যাট থেকে আসে দুর্দান্ত ১৬২ রানের ইনিংস। এছাড়াও নাইম ইসলাম করেন ৫৪।  বরিশালের হয়ে মনির হোসেন নেন ৩টি উইকেট।



এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যে ব্যাট করতে নেমেছে বরিশাল। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে ১০ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে সোহাগ গাজীর ৯৯ রানের উপর ভর করে ৩৩৫ রান স্কোরবোর্ডে তুলেছিল রংপুর।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball