promotional_ad

ব্রাভোর চারশো

promotional_ad

ক্রিকেটই ধ্যান জ্ঞান নয় ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। খেলার বাইরে সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ তিনি। হোটেলের কামরায় মজে থাকেন মিউজিক ভিডিও আর বন্ধুদের সঙ্গে আড্ডায়। এই ক্রিকেটার নিজেকে নিজে ‘ডিজে ব্রাভো’ তকমা দিয়েছেন।




ক্রিস গেইলের পর তাকেই ধরা হয় টি২০ ক্রিকেটের অন্যতম 'ফেরিওয়ালা' হিসেবে। মাঠের বাইরে 'সিরিয়াস' রকমের মানুষ না হলেও, ক্রিকেট মাঠে বেশ সফল তিনি। বিগব্যাশে বৃহস্পতিবার দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন।




এই সংস্করণে প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন ৪০০ উইকেটের মাইলফলক।বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলার জন্য কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে আর না খেলার ঘোষণা দেন ব্রাভো। কদিন আগে বিপিএলে মাতিয়ে গেছেন।



promotional_ad



যদিও, ব্যাটে বলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে বিগ ব্যাশে মাঠে নেমেই নিজের আসল চেহারা দেখিয়েছেন এই অলরাউন্ডার। হোবার্ট হারিকেনসের বিপক্ষে চার স্পেলে চার ওভার বোলিং করে ২৮ রানে নিয়েছেন ৫ উইকেট।




এর মধ্যে শুধু শেষ ওভারেই তাঁর শিকার ৩ উইকেট! ব্রাভো এর মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে উইকেটের ‘কোয়াড্রপল’ সেঞ্চুরির দেখা পেলেন সবার আগে।


৩৬৪ ম্যাচে ১৭.৫ স্ট্রাইক রেটে তিনি শিকার করেছেন ৪০০ উইকেট। দুই নম্বরে থাকা লাসিথ মালিঙ্গার স্ট্রাইক রেট (১৬.৪) ব্রাভোর চেয়ে ভালো হলেও উইকেটসংখ্যায় পিছিয়ে তিনি।





২৪৮ ম্যাচ খেলে ৩৩১ উইকেট নিয়েছেন এই পেসার। শীর্ষ পাঁচে এরপর বাকি তিনজনই স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন ২৬২ ম্যাচে ১৯.৫ স্ট্রাইক রেটে ৩০৭ উইকেট তুলে নিয়েছেন। এরপরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এই টাইগার অলরাউন্ডার  ২৫২ ম্যাচে ১৮.১ স্ট্রাইক রেটে ২৯২ উইকেট।




পাঁচ নম্বরে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। এই তারকা ২৬৫ ম্যাচে ১৯.৮ স্ট্রাইক রেটে ২৮৭ উইকেট। ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণে উইকেট শিকার ‘ট্রিপল সেঞ্চুরি’র দেখা পেতে আর মাত্র ৮ উইকেট দরকার টেস্ট এবং টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানের।


  
টি-টোয়েন্টিতে শীর্ষ পাঁচ উইকেট শিকারি
খেলোয়াড় ম্যাচ উইকেট স্ট্রাইক রেট
ডোয়াইন ব্রাভো ৩৬৪ ৪০০ ১৭.৫
লাসিথ মালিঙ্গা ২৪৮ ৩৩১ ১৬.৪
সুনীল নারাইন ২৬২ ৩০৭ ১৯.৫
সাকিব আল হাসান ২৫২ ২৯২ ১৮.১
শহীদ আফ্রিদি ২৬৫ ২৮৭ ১৯.৮


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball