একসাথে ৪৪ ক্রিকেটারের জরিমানা!

ঘরোয়া
একসাথে ৪৪ ক্রিকেটারের জরিমানা!
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

১৯শে ডিসেম্বর শুরু হয়েছে অস্ট্রেলিয়ার জাঁকজমক ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ। আর এবারের আসর শুরু হতে না হতেই জরিমানার কবলে পড়লেন অস্ট্রেলিয়ার ৪৪ ক্রিকেটার।

এখন পর্যন্ত এই টুর্নামেন্টে হয়েছে মাত্র ২ টি ম্যাচ আর তাতেই ৪৪ ক্রিকেটারের জরিমানা গোনার বিষয়টি হতবাক করেছে অনেককে। মঙ্গলবার সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার্সের খেলা দিয়ে শুরু হয়েছে এবারের আসর।

প্রথম ম্যাচেই স্লো -ওভার রেটের কারণে ৪৪ ক্রিকেটারকে জরিমানা করেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। এছাড়া চারজন অধিনায়ককে বরখাস্তের হুমকিও দিয়েছেন বিগ ব্যাশের নীতি-নির্ধারকরা। 

স্লো-ওভার রেটের কারণে পুরুষদের সিডনি সিক্সার্স এবং মেলবোর্ন স্টার্স দলের পাশাপাশি মহিলা দল মেলবোর্ন রেনেগেডস এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের ক্রিকেটারদের জরিমানা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

প্রতিটি দলের পুরুষ ক্রিকেটারকে ১০০০ ডলার করে জরিমানা গুণতে হবে বলে জানিয়েছে তারা। অপরদিকে নারী ক্রিকেটারদের জরিমানা গুণতে হবে ২৫০ ডলার করে। তবে দোষ স্বীকার করে আপিল করলে জরিমানার পরিমাণ কমে যেতে পারে বলেও জানায় সিএ।  

জরিমানার কবলে পড়া দলগুলোর অধিনায়কদের একটি সতর্ক-বার্তাও দিয়ে রেখেছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। এই আসরে এমন ঘটনা আরেকবার ঘটলে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তালিকায় থাকা দলের অধিনায়করা। 

আরো পড়ুন: this topic