promotional_ad

নিয়ন্ত্রনে মমিনুলরা

promotional_ad

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগের শেষ রাউন্ডে টায়ার-২'র ম্যাচের দ্বিতীয় দিন চট্টগ্রামের বিভাগের বিপক্ষে ধুঁকছে সিলেট। দ্বিতীয় দিন ৩ উইকেটে ৫৪ রান নিয়ে খেলতে নেমে সিলেট অল আউট হয় মাত্র ১৩৭ রানে।


সিলেটের ব্যাটসম্যানদের উপর বল হাতে একাই তান্ডব চালান চট্টগ্রামের বোলার ইফতেখার রনি। এদিন ৪৩ রান খরচ করে তিনি নেন ৫ উইকেট। রনি ছাড়াও বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা পেসার মেহেদি হাসান রানা নেন ৩টি উইকেট।


সিলেটের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন আবুল হাসান রাজু। বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ২৭ রান। রাজু ছাড়াও ওপেনার সায়েম আলম এবং রাজিন সালেহ করেন ২৬ রান।



promotional_ad

এর আগে ম্যাচের প্রথম দিন টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট। টসে হেরে ব্যাট করতে নেমে মমিনুল হকের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও মাত্র ২১৫ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।


চট্টগ্রামের হয়ে মমিনুল করেন সর্বোচ্চ ৮১ রান। এছাড়াও ওপেনার সাদিকুর রহমান করেন ৪৬ রান, পাশাপাশি তাসামুল হকের ব্যাট থেকে আসে ৩৮ রান। 


সিলেটের পক্ষে আবুল হাসান রাজু এবং এনামুল হোক নেন ৩টি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে সিলেটের চেয়ে ৭৮ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে মমিনুলরা।



দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য দারুন হয়েছে তাদের। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার সাদিকুর রহমান এবং জশিম মিলে ৯২ রান স্কোরবোর্ডে তুলেন। সাদিকুর ৫৪ রান করে সাজঘরে ফিরলেও মমিনুল এবং জশিমের ব্যাটে লড়ছে তারা।


প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সিলেটের সংগ্রহ ১ উইকেটে ৯৭ রান। সিলেটের বিপক্ষে ১৭৫ রানের লিড নিয়েছে চট্টগ্রাম। ক্রিজে আছেন মমিনুল (৪) এবং জশিম (৩৪)। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball