promotional_ad

বিগ ব্যাশে মুখোমুখি ফিঞ্চ-বেইলি

promotional_ad

বিগ ব্যাশে আজকে (২১ই ডিসেম্বর) দিনের একমাত্র খেলায় মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স ও মেলবোর্ন রেনেগেডস। ওভালের হোবার্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২ তা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে খেলাটি। 


বিগ ব্যাশের গত আসরে দুই দলই সেরা চারে জায়গা করে নিতে ব্যর্থ হয়। তাই সপ্তম আসরের শুরুতেই নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে দুই দলই চাইবে এবারের আসরে শুভ সূচনা করতে। 


বিগ ব্যাশের গত আসরে মেলবোর্ন রেনেগেডস টেবিলের পঞ্চম স্থানে থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। দলটির এর আগের আসরগুলোতেও খুব একটা ভালো কিছু করতে পারেনি রেনেগেডসরা।



promotional_ad

বিগ ব্যাশের দ্বিতীয় আসরে সেরা চারে জায়গা করে নিলেও এছাড়া আর কোন আসরে নিজেদের খুব একটা ভালোভাবে মেলে ধরতে পারেনি দলটি। তবে এবারের আসরে দলে বেশ পরিবর্তন এনে শিরোপাতেই চোখ রাখছে তারা। এবার দলের নেতৃত্ব ভার থাকছে অভিজ্ঞ অ্যাারন ফিঞ্চের কাঁধে।


এছাড়াও দলটিতে রয়েছে ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইন, ক্যামেরন হোয়াইট ও কেন রিচার্ডসনের মত তারকারা। তবে রেনেগেড়স প্রতিপক্ষ হারিকেন্সরাও দলীয় ভারসাম্যে কম যায়না। ক্যামেরন বয়েস, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ম্যাথু ওয়েড ও তাইমাল মিলসদের নিয়ে সাজানো দলটি বেশ গোছালো।


এছাড়া নেতৃত্ব ভার থাকছে অভিজ্ঞ জর্জ বেইলির কাঁধে। এর আগে হোবার্টের দলটি বিগ ব্যাশের তৃতীয় আসরে শিরোপা জিতলেও এরপর আর কোন আসরে নিজেদের সেরা খেলা প্রদর্শন করতে পারেনি। তবে দলগতভাবে প্রায় সমানে সমান থাকা দুই দল এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে ভালো শুরু করতে চাইবে। কিন্তু হোবার্টের ঘরের মাঠে খেলা হয়ায় দলটিকে একটু এগিয়ে রাখতে হবে। 



হোবার্ট হারিকেন্স স্কোয়াডঃ ক্যামেরন বয়েস, জর্জ বেইলি (অধিনায়ক), নাথান রিয়ারডন, রিলে মেইডিথ, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, হামিশ কিংস্টন, ক্লাইভ রোজ, ম্যাথিউ ওয়েড (উইকেট-কিপার), জ্যাক রিড, স্যাম রেনবোর্ড, বেন ম্যাকডারমট, টমাস রজার্স, সাইমন মিলেনকো, ডি'আরসি শর্ট, তেজাল মিলস, অ্যালেক্স ডুলান, জফ্রা চিওক আর্চার, হারুন সামার্স।


মেলবোর্ন রেনেগেডস স্কোয়াডঃ বেউ ওয়েবস্টার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ব্র্যাড হজ, ডোয়াইন ব্রাভো, টম কুপার, জন হল্যান্ড, মার্কাস হ্যারিস, ব্র্যাড হগ, টিম লুডেমান (উইকেট-কিপার), সুনিল নারাইন, জো মিনি, জেমস প্যাটিনসন, ম্যাথু শর্ট, ক্রিস ট্রেমাইন, কেন রিচার্ডসন , ক্যামেরন হোয়াইট, গাই ওয়াকার, উইল সুথারল্যান্ড, জ্যাক বন্যমানুম, মোহাম্মদ নবী



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball