promotional_ad

রাজিন-সায়েমের ব্যাটে তাকিয়ে সিলেট

promotional_ad

জাতীয় লিগে এনামুল হক জুনিয়রের বোলিং ঘূর্ণি চলছেই। লিগের সর্বশেষ ম্যাচে দুই ইনিংসে ৫ উইকেট করে মোট ১০ উইকেট শিকার করেছিলেন তিনি। বুধবার জাতীয় লিগের শেষ রাউন্ডে বল হাতে মাঠে নেমেই ৩ উইকেট নিয়েছেন এই স্পিনার।




আর এনামুলদের দুর্দান্ত বোলিংয়ে জাতীয় লিগের শেষ রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে বুধবার মাত্র ২১৫ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। তবে, প্রথম দিন শেষে স্বস্তিতে নেই সিলেটও। কারণ জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তারা।




এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম ওপেনার জসিম ও তিনে নামা মমিনুল হকের উইকেট হারায় খুব দ্রুতই। দারুণ খেলতে থাকা আরেক ওপেনার সাদিকুর রহমান ব্যাট হাতে করেন ৪৭ রান। আরেক প্রান্তে আগলে রেখে খেলতে থাকা তাসামুল আউট হয়েছেন ৩৮ রান করে।





promotional_ad

এর ফলে, মাত্র ১১২ রানে ৫ উইকেট হারায় চট্টগ্রাম। বাকিটা সময় একাই লড়ে গেছেন ইয়াসির। ষষ্ঠ উইকেটে ৬৩ রানের জুটিতে সাইদ সরকারের অবদান ছিল মাত্র ১৩ রান। এই জুটি ভাঙার পর খুব দ্রুতই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস। তারা শেষ ৫ ব্যাটসম্যানের উইকেট হারিয়েছে ৪০ রানে।




ইয়াসির চট্টগ্রামের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ১৩৬ বলে ১২ চারে ৮১ রান করে। এনামুল জুনিয়র ছাড়া ৩ উইকেট তুলে নিয়েছেন সিলেটের পেসার আবুল হাসান রাজু। উইকেটের দেখা পেয়েছেন আবু জায়েদ, এবাদতরাও। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি সিলেটের।




তারা, ওপেনার শানাজের পর অভিজ্ঞ ইমতিয়াজ ও তরুণ প্রতিভা জাকিরের উইকেটও হারিয়েছে খুব দ্রুত। দ্বিতীয় দিনে তাই সিলেটের ব্যাটসম্যানদের কঠিন সময় অপেক্ষা করছে। সায়েম আহমেদ ১৬ ও রাজিন সালেহ ৪ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নামবেন।





সংক্ষিপ্ত স্কোর:




চট্টগ্রাম ১ম ইনিংস: ৬৭.৪ ওভারে ২১৫ (সাদিকুর ৪৬, জসিম ৮, মুমিনুল ৯, তাসামুল ৩৮, ইয়াসির ৮১, সাজ্জাদুল ০, সাইদ ১৩, সাইফ উদ্দিন ৫, রনি ০, রানা ২, সাখাওয়াত ০*; আবু জায়েদ ২/৫৮, আবুল হাসান ৩/৩৪, এবাদত ১/৪৮, শাহানুর ০/২৬, এনামুল ৩/৪৪)।




সিলেট ১ম ইনিংস: ১৮.১ ওভারে ৫৪/৩ (সায়েম ১৬*, শানাজ ১০, ইমতিয়াজ ১৯, জাকির ১, রাজিন ৪*; সাইফ উদ্দিন ০/১৩, রানা ১/১০, রনি ১/২১, সাখাওয়াত ১/১০)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball