promotional_ad

বিগ ব্যাশে মুখোমুখি পিটারসেন-ম্যাককালাম

promotional_ad

গ্যাবায় বিগ ব্যাশে আজকের (২০ই ডিসেম্বর) একমাত্র খেলায় মুখোমুখি লড়বে ব্রিসবেন হিট ও মেলবোর্ন স্টার্স। জাঁকজমক এই লিগে গত আসরে বল ব্যাটে ভালো পারফর্ম করে দুই দলই সেরা চারে জায়গা করে নিলেও শিরোপা ঘরে নিতে ব্যর্থ হয় দুই দলই। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এই আসরে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করতে চাইবে দুই দল। 


ব্রিসবেনের পেস বান্ধব উইকেটে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২ টা ৪০ মিনিটে। তবে দলগত শক্তির বিচারে দুই দলই প্রায় সমান। কিন্তু গতবার ডেভিড হাসির নেতৃত্বে থাকা মেলবোর্ন স্টার্স এবার দলের অধিনায়কসহ স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে। ডেভিড হাসির পরিবর্তে দলের নেতৃত্বে দিচ্ছেন অভিজ্ঞ পেসার জন হেস্টিংস। 


উইকেট কিপার ব্যাটসম্যান বেন ডাঙ্ককে দলে ভিড়িয়ে দলের শক্তিও বাড়িয়েছে দলটি। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলের মত মারকুটে ব্যাটসম্যান ও অভিজ্ঞ কেভিন পিটারসনরা দলে থাকায় দলটি শিরোপাতেই চোখ রাখছে। কিন্তু গত ছয়টি আসরে সেরা চারে জায়গা করে নিলেও মেলবোর্ন স্টার্সদের শিরোপা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি।  



promotional_ad

এদিকে, ব্রিসবেনের দলটি গতবার দাপটের সাথে সেরা চারে জায়গা করে নিলেও শিরোপা ছাড়াই টুর্নামেন্ট শেষ করতে হয় ব্রেন্ডন ম্যাককালামের দলটিকে। তবে বিগ ব্যাশের দ্বিতীয় আসরে শিরোপা জিতলেও গত আসরে দ্বিতীয়বারের মত সেরা চারে জায়গা করে নেয় তারা। এছাড়া বাকী চার আসরেই দলটিকে গ্রুপ পর্ব পর্যন্তই সন্তুষ্ট থাকতে হয়েছে।


তবে এবার পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান ও ম্যাট রেনশোদের দলে টেনে নিজেদের দ্বিতীয় শিরোপাতেই চোখ রাখছে ব্রিসবেন। দলটির নেতৃত্বে এবারও রয়েছেন অভিজ্ঞ ম্যাককালাম। তাছাড়া নিজেদের মাঠ ব্রিসবেনে ম্যাচটি অনুষ্ঠিত হবে বিধায় দলটিকে আজকের ম্যাচে কিছুটা এগিয়েও রাখতে হবে। 


মেলবোর্ন স্টার্স স্কোয়াডঃ জন হেস্টিংস (অধিনায়ক), মার্কাস স্টোনিস, লুক রাইট, কেভিন পিটারসেন, রব ক??ইনি, ইভান গুলবিস, অ্যাডাম জাম্পা, বেন ডাঙ্ক (উইকেট-কিপার), বেন হিলফেনহস, ড্যানিয়েল ওয়ারলেল, মাইকেল বিয়ার, স্কট বোল্যান্ড, জেমস ফকনার, সিব গটচ, স্যাম হারপার , গ্লেন ম্যাক্সওয়েল, জ্যাকসন কোলম্যান।



ব্রিসবেন হিট স্কোয়াডঃ ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), জিমি পিরসন (উইকেট-কিপার), ক্রিস লিন, জো বার্নস, বেন কাটিং, জস লালোয়ার, মিচেল চোয়েপসন, জেসন ফ্লোরোস, স্যাম হেজলেট, মেনন ল্যাবাসচ্যাগেন, অ্যালেক্স রস, শাদাব খান, মার্ক স্টেকিটি, ম্যাক্স ব্রায়ান্ট, ব্রেন্ডান ডগগেট , ক্যামেরন গনন, ম্যাট রেনশাউ, ক্যামেরন ভ্যালেন্টে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball