promotional_ad

অর্থাভাবেও দমে যায় নি হোসেন আলি

promotional_ad

তরুন ফাস্ট বোলার হোসেন আলি বিপিএলে খেলছেন রাজশাহী কিংসের হয়ে। দেশের ক্রিকেটের তারকা মুশফিকুর রহিম, মমিনুল হক ছাড়াও বিদেশি ড্যারেন স্যামি, জেমস ফ্র্যাঙ্কলিনদের মত বড় ক্রিকেটাররা ছিল তরুন হোসেন আলির সতীর্থ।


নরসিংদীর ঘোড়াশালের ছেলেটি বড় মঞ্চে প্রথমবার খেলতে নেমেই নজরে এসেছেন দেশের ক্রিকেট বোদ্ধাদের। ২০ বছর বয়সী ছেলেটি স্লিঙ্গি অ্যাকশনে এবারের বিপিএলে ১৪৩ কি.মি গতিতে বল করেছিলেন। 


জোরের উপর আউট সুইং মিশিয়ে দিতে পারেন তিনি। ছোট বেলা থেকেই অর্থ কষ্ট সহ্য করে আসা হোসেন আলি এবারের বিপিএলে চার ম্যাচ খেলেছিলেন। নামের পাশে উইকেট সংখ্যা (চার উইকেট) খুব আহামরি না হলেও গতি ও আক্রমণাত্মক বোলিংয়ে বেশ পরিচিতি পেয়েছেন হোসেন আলি।



promotional_ad

কিছুদিন আগেও যেই হোসেন আলি টেপ টেনিসে ক্রিকেটে ৫০০-১০০০ টাকা আয় করতেন, সেই ছেলেটিই পারিশ্রমিক হিসেবে এক লাখ টাকা পেয়ে নিজের ভাগ্য বিশ্বাস করতে পারছিল না। মানবজমিনের সাক্ষাৎকারে হোসেন আলি বলেছেন,


'টাকা পেলে আনন্দ পাই, কারণ এটা ভাবি যে টাকার অভাবে আমাকে ক্রিকেট খেলা ছাড়তে হবে না তাই। একটা সময় ছিল ঢাকায় খেলতে গেলে বা দূরে খেলতে গেলে টাকা পেতাম না বাসা থেকে। বিশেষ করে ঢাকা আসতে ৭৫ টাকা ভাড়া লাগতো। তখন টেপ টেনিসে খেপ খেলতাম, ৫০০ থেকে ১০০০ টাকা যা পেতাম তা লুকিয়ে রাখতাম। সেটা দিয়ে ভাড়া চলতো আমার।


এরপর প্রথম যেদিন গাজী গ্রুপ আমাকে প্রিমিয়ারে খেলার জন্য ১ লাখ টাকা দিলো আমি একাডেমিতে টাকাটা নিয়ে চলে আসি। আমার হাত কাঁপছিল এক লাখ টাকা হাতে নিয়ে। টাকাটা অনেকক্ষণ বিছানায় রেখে তাকিয়ে ছিলাম। এত টাকা আমার হাতে! কী দেখে আমাকে দিলো? সেবার টাকা পেয়ে আব্বুর জন্য বাসায় মিলাদ পড়িয়েছি। আম্মুর জন্য শাড়ি কিনেছি। আর ভেবেছি যে খেলতে যেতে ভাড়ার জন্য আর কষ্ট করতে হবে না। এখনতো সবাই ক্রিকেট ছাড়তেই না করে।'



জানিয়ে রাখা ভালো, এখন পর্যন্ত চিটাগং বিভাগের হয়ে চারটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ছয় উইকেট শিকার করেছেন হোসেন আলি। খেলেছেন গত মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগেও। শীর্ষ দল গাজি গ্রুপের হয়ে দশ ম্যাচ খেলে দশ উইকেট নিয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball