promotional_ad

তানজিদের সেঞ্চুরিতে তৃতীয়বারের মতো ১০ উইকেটে জিতল রূপগঞ্জ

তানজিদের সেঞ্চুরিতে তৃতীয়বারের মতো ১০ উইকেটে জিতল রূপগঞ্জ, ক্রিকফ্রেঞ্জি
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে এ নিয়ে তৃতীয়বারের মতো দশ উইকেটে জিতল লিজেন্ডস অব রূপগঞ্জ। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শেখ মেহেদী-শরিফুল ইসলামদের অসাধারণ বোলিংয়ের পর তানজিদ হাসান তামিমের অনবদ্য সেঞ্চুরিতে এই জয় তুলে নিয়েছে রূপগঞ্জ। ৯ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে দলটি।

promotional_ad

১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিপক্ষকে পাত্তাই দেননি তানজিদ। ৫৯ বলে দশটি চার ও সাতটি ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। ৫৩ বলে অপরাজিত ২৬ রান করে তাকে উপযুক্ত সঙ্গ দেন সাইফ হাসান। ১৮.৩ ওভারে এই জয় তুলে নেয় রূপগঞ্জ।


আরো পড়ুন

অভিষেক রাঙিয়ে রাতুলের ৫ উইকেট, জিতল রূপগঞ্জ

২৫ মার্চ ২৫
অভিষেকেই রাতুলের ৫ উইকেট, ক্রিকফ্রেঞ্জি

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে পারটেক্স। ইনিংসের তৃতীয় ওভারে দলটির ওপেনার জসিম উদ্দিন আহত হয়ে মাঠ ছাড়েন। দশম ওভারের পঞ্চম বলে রূপগঞ্জকে ব্রেক থ্রু এনে দেন রেজাউর রহমান রাজা। তার গুড লেংথের বলে ফ্লিক করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন জয়রাজ শেখ। ২৮ বলে ১৬ রান করেন তিনি।



promotional_ad

পরের ওভারে মোহাম্মদ রাকিব বিদায় নেন কোনো রান না করেই। সামিউন রাতুলের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। পারটেক্সের রান বাড়াচ্ছিলেন রুবেল মিয়া। হাফ সেঞ্চুরি পাওয়ার আগেই তাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে বিদায় করে মেহেদী। ৪৮ বলে ৪১ রান করেন মেহেদী।


আরো পড়ুন

দুই হাফ সেঞ্চুরিতেও ২২৫ তাড়া করতে পারলেন না সাব্বিররা

২৫ মার্চ ২৫
ব্যাট হাতে আবারও ব্যর্থ সাব্বির রহমান, ক্রিকফ্রেঞ্জি

কয়েক ওভারের মধ্যে সালেহিন রিফাতকেও ফেরান মেহেদী। ১৪ বলে তিন রান করা রিফাতও লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন। ২৬তম ওভারে শরিফুলের গুড লেংথের ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দেন আলাউদ্দিন বাবু। এই অলরাউন্ডার এ দিন করেন ১৩ বলে ১৪ রান। এরপরের ওভারে মেহেদীকে লফটেড শট খেলতে গিয়ে লং অনে সৌম্য সরকারের মুঠোয় ধরা পড়েন আহরার আমিন পিয়ান।



ওপেনার জসিম পরে মাঠে ফিরলেও তাকে সুবিধা করতে দেননি শরিফুল। তার গুড লেংথের বলে পুল করতে গিয়ে ফিরে যান ১১ বলে ছয় রান করা এই ওপেনার। এভাবে নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি ৩৪.৪ ওভারে থামে ১২৯ রান করে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball