তানজিদের সেঞ্চুরিতে তৃতীয়বারের মতো ১০ উইকেটে জিতল রূপগঞ্জ

ঘরোয়া
তানজিদের সেঞ্চুরিতে তৃতীয়বারের মতো ১০ উইকেটে জিতল রূপগঞ্জ
তানজিদের সেঞ্চুরিতে তৃতীয়বারের মতো ১০ উইকেটে জিতল রূপগঞ্জ, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে এ নিয়ে তৃতীয়বারের মতো দশ উইকেটে জিতল লিজেন্ডস অব রূপগঞ্জ। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শেখ মেহেদী-শরিফুল ইসলামদের অসাধারণ বোলিংয়ের পর তানজিদ হাসান তামিমের অনবদ্য সেঞ্চুরিতে এই জয় তুলে নিয়েছে রূপগঞ্জ। ৯ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে দলটি।

১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিপক্ষকে পাত্তাই দেননি তানজিদ। ৫৯ বলে দশটি চার ও সাতটি ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। ৫৩ বলে অপরাজিত ২৬ রান করে তাকে উপযুক্ত সঙ্গ দেন সাইফ হাসান। ১৮.৩ ওভারে এই জয় তুলে নেয় রূপগঞ্জ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে পারটেক্স। ইনিংসের তৃতীয় ওভারে দলটির ওপেনার জসিম উদ্দিন আহত হয়ে মাঠ ছাড়েন। দশম ওভারের পঞ্চম বলে রূপগঞ্জকে ব্রেক থ্রু এনে দেন রেজাউর রহমান রাজা। তার গুড লেংথের বলে ফ্লিক করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন জয়রাজ শেখ। ২৮ বলে ১৬ রান করেন তিনি।

পরের ওভারে মোহাম্মদ রাকিব বিদায় নেন কোনো রান না করেই। সামিউন রাতুলের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। পারটেক্সের রান বাড়াচ্ছিলেন রুবেল মিয়া। হাফ সেঞ্চুরি পাওয়ার আগেই তাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে বিদায় করে মেহেদী। ৪৮ বলে ৪১ রান করেন মেহেদী।

কয়েক ওভারের মধ্যে সালেহিন রিফাতকেও ফেরান মেহেদী। ১৪ বলে তিন রান করা রিফাতও লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন। ২৬তম ওভারে শরিফুলের গুড লেংথের ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দেন আলাউদ্দিন বাবু। এই অলরাউন্ডার এ দিন করেন ১৩ বলে ১৪ রান। এরপরের ওভারে মেহেদীকে লফটেড শট খেলতে গিয়ে লং অনে সৌম্য সরকারের মুঠোয় ধরা পড়েন আহরার আমিন পিয়ান।

ওপেনার জসিম পরে মাঠে ফিরলেও তাকে সুবিধা করতে দেননি শরিফুল। তার গুড লেংথের বলে পুল করতে গিয়ে ফিরে যান ১১ বলে ছয় রান করা এই ওপেনার। এভাবে নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি ৩৪.৪ ওভারে থামে ১২৯ রান করে।

আরো পড়ুন: লিজেন্ডস অব রূপগঞ্জ