রাকিবের বীরত্বে শেষ বলের লড়াইয়ে জিতল পারটেক্স

ঘরোয়া
রাকিবের বীরত্বে শেষ বলের লড়াইয়ে জিতল পারটেক্স
অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা রাকিব, রিমার্ক হারল্যান স্পোর্টস
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ম্যাচ জিততে শেষ ওভারে পারটেক্স স্পোর্টিং ক্লাবের প্রয়োজন ছিল ১০ রান। শেষের জুটিতে হাফ সেঞ্চুরিয়ান মোহাম্মদ রাকিবের সঙ্গে ছিলেন আব্দুল গনি। বাঁহাতি স্পিনার তাইবুর রহমান পারভেজের প্রথম বলেই অবশ্য কোনো রান বের করতে পারেননি রাকিব। তবে পরের বলে ফুলটস ডেলিভারিতে ডিপ মিড উইকেট দিয়ে চার মেরেছেন তিনি। তৃতীয় বলেই রাকিবকে ফেরাতে পারতো অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

লং অন থেকে অনেকটা দৌড়ে এলেও ক্যাচ নিতে পারেননি নাঈম হাসান। জীবন পেয়ে সেই সুযোগ রাকিব কাজে লাগালেন দারুণভাবে। ফুলার লেংথ ডেলিভারিতে চার মেরেছেন লং অফ দিয়ে। ম্যাচ জিততে তখন শেষ দুই বলে প্রয়োজন দুই রান। পঞ্চম বলে কভারে ঠেলে দিয়ে দলের হার এড়িয়েছেন রাকিব। শেষ বলে যখন এক রান দরকার তখন দ্রুততার সঙ্গে সিঙ্গেল নিয়ে পারটেক্সের ১ উইকেটের জয় নিশ্চিত করেছেন রনি। 

অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে পারটেক্সের জয়ের নায়ক রাকিব। ডিপিএলের দ্বিতীয় রাউন্ডে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে চমকে দিলেও সবশেষ চার ম্যাচে জিততে পারছিলেন না সাব্বির রহমানরা। অবশেষে অগ্রণীকে হারিয়ে জয়ে ফিরেছে পারটেক্স। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে রয়েছে তারা। এদিকে দারুণ ছন্দে থাকলেও টানা চার জয়ের পর হার দেখলেন ইমরুল কায়েসরা। মোহামেডানকে পেছনে ফেলার সুযোগ থাকলেও ১০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে অগ্রণী।

সকাল থেকেই মেঘলা ছিল মিরপুরের আকাশ। টস হেরে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেননি অগ্রণী। মার্শাল আইয়ুবের ৬৪ রানের ইনিংসে দুইশ পার করে তারা। এ ছাড়া তাদের হয়ে সাদমান ইসলাম ৩১, শুভাগত হোম ২৭, তাইবুর ও ইমরুল ১৯ রান করেছেন। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২১৮ রানের পুঁজি পায় অগ্রণী। পারটেক্সের হয়ে নাইম ইসলাম জুনিয়র তিনটি এবং মোহর শেখ, আলাউদ্দিন বাবু, জাওয়াদ রোয়েন দুটি করে উইকেট পেয়েছেন। 

জয়ের জন্য ২১৮ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পারটেক্স। প্রমোশন পেয়ে ওপেনিংয়ে ব্যাটিং করলেও সুবিধা করতে পারেননি সাব্বির। বাঁহাতি স্পিনার আরিফ আহমেদের বলে লেগ বিফোর উইকেট হওয়ার আগে ১৪ রান করেছেন। পরবর্তীতে রাকিব, আদিল, তানভীরদের ব্যাটে জয়ের পথেই ছিল পারটেক্স। তবে ২০৩ থেকে ২০৯ রান হতে ৪ উইকেট হারায় তারা। তবে রাকিব ও রনি মিলে ঠিকই জয় নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: ডিপিএল