মজিদের সেঞ্চুরিতে রূপগঞ্জের প্রথম জয়

ছবি: সেঞ্চুরিতে ম্যাচসেরা আব্দুল মজিদ, বিসিবি

এমন অবস্থায় ইনিংসের শেষ বলে রূপগঞ্জের প্রয়োজন ছিল ৩ রান। ডানহাতি ব্যাটার মজিদ সেঞ্চুরি থেকে তখনও ৪ রান দূরে ছিলেন। তৌফিকের অফ স্টাম্পের লেংথ ডেলিভারিতে খানিকটা জায়গা বানিয়ে ফাইন লেগ দিয়ে চার মেরে নিজের সেঞ্চুরির সঙ্গে দলকেও ৪ উইকেটের জয় এনে দেন মজিদ। পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ডিপিএলের চলমান আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে রূপগঞ্জ টাইগার্স।
সাদমানের সেঞ্চুরিতে অগ্রণীর হ্যাটট্রিক, হেরেই চলেছে রূপগঞ্জ টাইগার্স
১৬ মার্চ ২৫
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে ২২৪ রানের লক্ষ্য তাড়ায় সাবধানী ব্যাটিং করতে থাকেন মজিদ ও অমিত মজুমদার। পারটেক্সের বোলারদের বিপক্ষে অবশ্য সেভাবে সুবিধা করে উঠতে পারছিলেন না তারা দুজন। ইনিংসের সপ্তম ওভারে এসে নিজেদের প্রথম উইকেট হারায় রূপগঞ্জ। তানভীর হোসেনের বলে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে টপ এজ হয়ে মিড অনে ক্যাচ দিয়েছেন ১০ রান করা অমিত।

দ্বিতীয় উইকেটে আসাদুল্লা আল গালিবের সঙ্গে দারুণ এক জুটি গড়ে তোলেন মজিদ। ধীরগতির ব্যাটিংয়ে মজিদ হাফ সেঞ্চুরি পেয়েছেন ৭৭ বলে। আরেক ব্যাটার আসাদুল্লা পঞ্চাশ ছুঁয়েছেন ৭৯ বলে। তাদের দুজনের জমে ওঠা ১০৭ রানের জুটি ভাঙেন জাওয়াদ রোয়েন। ডানহাতি অফ স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে লং অফের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন আসাদুল্লা। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় রাকিবের হাতে ক্যাচ দিয়েছেন ৫০ রান করা এই ব্যাটার।
মোহামেডানকে চারে ঠেলে তিনে ইমরুলদের অগ্রণী ব্যাংক
৩১ মিনিট আগে
আসাদুল্লা ফেরার পর দ্রুতই আউট হয়েছেন আল আমিন জুনিয়র, মাহমুদুল হাসান ও মইনুল ইসলাম। পরবর্তীতে আরিফুল হককে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন মজিদ। তাদের দুজনের জুটি ভাঙে ৩৪ রান করা আরিফুলের বিদায়ে। তবে ফয়সালকে সঙ্গে নিয়ে রূপগঞ্জের জয় নিশ্চিত করেন মজিদ। পাশপাশি ১২৩ বলে সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। পারটেক্সের হয়ে দুটি উইকেট পেয়েছেন আহরার আমিন পিয়ান।
দিনের শুরুতে টস জিতে ব্যাটিং করতে নেমে পারটেক্সকে ভালো শুরু এনে দিয়েছিলেন জয়রাজ শেখ ও রুবেল মিয়া। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৯৮ রান। হাফ সেঞ্চুরি করা জয়রাজ ৫৪ রানে ফিরলে ভাঙে তাদের দুজনের জুটি। আরেক ওপেনার রুবেল আউট হয়েছেন ৫২ রানে। শেষের দিকে জাওয়াদের ২৩ ও রাকিবের ২৬ রানের সুবাদে ২২৩ রানের পুঁজি পায় পারটেক্স। রূপগঞ্জের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন আল আমিন ও মাহমুদুল।