স্কুল ক্রিকেটে ইতিহাস, মুস্তাকিমের ৪০৪*, ক্যামব্রিয়ানের ৭৩৮ রানের জয়

ছবি: রেকর্ড গড়া ইনিংস খেলা মুস্তাকিম হাওলাদার

এই ম্যাচে আগে ব্যাট করে মুস্তাকিমের অপরাজিত ৪০৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৭৭০ রান করে ক্যামব্রিয়ান। জবাবে খেলতে নেমে ১১.৪ ওভারের মধ্যে মাত্র ৩২ রানে অল আউট হয়ে যায় সেন্ট গ্রেগরি হাই স্কুল।
ফলে ৭৩৮ রানের বিশাল জয় পায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। সেন্ট গ্রেগরির হয়ে সর্বোচ্চ ১০ রানের অপরাজিত ইনিংস খেলেন ১১ নম্বর ব্যাটার অপূর্ব বারৈ। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ক্যামব্রিয়ানের হয়ে দুই বোলার মিলেই নিয়েছেন ১০ উইকেট।

হাসান হৃদয় ১১ রানে ৬ উইকেট নেন। আর সাদ পারভেজ ১৬ রানে নেন ৪ উইকেট। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬৬ রান যোগ করেন ক্যামব্রিয়ানের দুই ওপেনার মুস্তাকিম ও নক্ষত্র কায়েস। মুস্তাকিম শেষ পর্যন্ত খেললেও কায়েস আউট হন ২০ রান করে।
এরপর ৪ রান করে ফেরেন আরেক ব্যাটার সাইমন রহমান। ৪ নম্বরে নেমে ১২৪ বলে ২৫৬ রানের ইনিংস খেলেছেন সাদ পারভেজ। তার ইনিংস সাজানো ছিল ১৩টি ছক্কা ও ৩২টি চারে। এই দুজনের জুটি শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন ছিল ৬৯৯ রানে।