ধানমন্ডির হার, দুই ম্যাচ পর জিতল প্রাইম ব্যাংক

ছবি: ক্রিকফ্রেঞ্জি

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য শুরুটা ভালো হয়নি ধানমন্ডির। ইনিংসের তৃতীয় ওভারে হাসানের বলে খালেদ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন হাবিবুর রহমান সোহান। ১৯ রান করা আরেক ওপেনার জাকিরুল আহমেদ জেমকে বোল্ড করেছেন সানি। ৩২ রানে ২ উইকেট হারানোর পর দারুণ এক জুটি গড়ে তোলেন ফজলে মাহমুদ ও ইয়াসির। তারা দুজনে মিলে ৯৩ রানের জুটি গড়েন। ধীরগতির ব্যাটিংয়ে ৬৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ফজলে মাহমুদ।
১৮৩ রান করেও ৯৪ রানে জিতলেন বিজয়রা
১৫ মার্চ ২৫
তাদের জমে ওঠা জুটি ভাঙেন খালেদ আহমেদ। ডানহাতি পেসারের দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন ৪৬ রান করা ইয়াসির। দ্রুতই ফিরে গেছেন নুরুল হাসান সোহান, মইন খান, জিয়াউর রহমান, আনামুল হক আনামরা। পেসার হাসান ও স্পিনার সানির দাপুটে বোলিংয়ে ২৫৩ রানে অল আউট হয়েছে ধানমন্ডি। প্রাইম ব্যাংকের হয়ে হাসান ও সানি নিয়েছেন তিনটি করে উইকেট। খালেদ পেয়েছেন দুটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিংয়ের আভাস দিয়েছিলেন নাইম শেখ। কামরুল ইসলাম রাব্বি, আনামুল হক আনামদের বিপক্ষে ঝড়ো ব্যাটিংই করছিলেন তিনি। বাঁহাতি ওপেনারের ঝড় থামান রাব্বি। ডানহাতি পেসারের লাফিয়ে উঠা ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পেছনে সোহানের গ্লাভসে ক্যাচ দিয়েছেন ১৮ বলে ৩৭ রান করা নাইম। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে সবমিলিয়ে বিনা উইকেটে ৭৫ রান তোলে প্রাইম ব্যাংক।
দ্বিতীয় উইকেট জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে গেছেন সাব্বির হোসেন ও জাকির হাসান। দুই ব্যাটারই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। ৮ চারে ৬৮ বলে পঞ্চাশ ছুঁয়েছেন সাব্বির। যদিও হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। হাসান মুরাদের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হয়েছেন ৫০ রান করা সাব্বির। ডানহাতি ওপেনারের বিদায়ে ভাঙে তাদের দুজনের ৫৭ রানের জুটি। সাবলীল ব্যাটিংয়ে জাকির হাফ সেঞ্চুরি পেয়েছেন ৬২ বলে।

চারে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি শাহাদাত হোসেন দিপু। মইন খানের বলে সোহানকে ক্যাচ দিয়েছেন ১৪ রান করা এই ব্যাটার। সাব্বিরের মতো পঞ্চাশ ছোঁয়ার একটু পরই আউট হয়েছেন জাকিরও। মইনের বলে ডিপ মিড উইকেটের উপর দিয়ে খেলার চেষ্টায় আনামুলকে ক্যাচ দিয়েছেন ৬৪ রানে। আব্দুল্লাহ আল মামুন আউট হয়েছেন দ্রুতই। পরবর্তীতে দারুণ এক জুটি গড়ে তোলেন ইরফান শুক্কুর ও শামীম হোসেন পাটোয়ারি।
সেঞ্চুরির পর শান্তর স্বস্তি
১১ ঘন্টা আগে
তারা দুজনে মিলে ৯৬ রানের জুটি গড়ে প্রাইম ব্যাংকের রান তিনশ পার করেছেন। ঝড়ো ব্যাটিংয়ে ৩১ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন শামীম। বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৭ বলে ৬২ রানের ইনিংস খেলে। আরেক ব্যাটার ইরফান শুক্কুর ৫০ বলে হাফ সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন ৫৬ রানে। ধানমন্ডির হয়ে তিনটি উইকেট নিয়েছেন মইন।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব- ৩০৮/৫ (৫০ ওভার) (নাইম ৩৭, সাব্বির ৫০, জাকির ৬৪, ইরফান শুক্কুর ৫৬*, শামীম ৬২*; মইন ৩/৪৬)
ধানমন্ডি স্পোর্টস ক্লাব- ২৫৩/১০ (৪৯.৫ ওভার) (ফজলে মাহমুদ ৭৯, ইয়াসির ৪৬, সানজামুল ৩৭; হাসান ৩/৩৮, সানি ৩/৪৫, খালেদ ২/৩২)