promotional_ad

আমি নই, শামীম ৩৬০ ডিগ্রি ব্যাটার: আলাউদ্দিন বাবু

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে আলাউদ্দিন বাবু, ক্রিকফ্রেঞ্জি
বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংককে ৩ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ৩০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখেই জয় পেয়েছে সাব্বির রহমানের দল। তবে তাদের জয়টা খুব একটা সহজ ছিল না। দলটি যখন সপ্তম উইকেট হারিয়ে ফেলে তখনও তারা পিছিয়ে ৮৬ রানে।

promotional_ad

এমন সময়ই ত্রাণ কর্তা রূপে হাজির হন আলাউদ্দিন বাবু। মোহর শেখকে নিয়ে মাত্র ৪৬ বলে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পারটেক্সের জয় নিশ্চিত করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। দলকে জেতানোর পথে বাবু খেলেছেন ৩২ বলে অপরাজিত ৭৮ রানের বিধ্বংসী ইনিংস।


আরো পড়ুন

৭ ছক্কা ও ৫ চারে আলাউদ্দিনের ৩২ বলে অপরাজিত ৭৮, পারটেক্সের অবিশ্বাস্য জয়

৬ ঘন্টা আগে
৩২ বলে অপরাজিত ৭৮ রানের ঝড়ো ইনিংসে পারটেক্সকে জেতালেন আলাউদ্দিন বাবু, ক্রিকফ্রেঞ্জি

তার ইনিংস জুড়ে ছিল ৫টি চার ও ৭টি ছক্কা। এর মধ্যে সবচেয়ে বড় ঝড়টা গেছে হাসান মাহমুদের ওপর দিয়ে। ৪৪তম ওভারে বল করতে এসে এই পেসার তিনটি ছক্কা ও দুটি চার হজম করেন। সেই ওভার থেকেই আসে ২৮ রান। এমন ইনিংসের পর বাবু ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন তার আত্মবিশ্বাস ছিল দলকে জেতাতে পারবেন। 



promotional_ad

নিজের আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেন, '৬ উইকেট পড়ার পর ম্যাচটি ৮০ শতাংশ ছিল প্রাইম ব্যাংকের হাতে। ২০ শতাংশ সুযোগ ছিল আমাদের হাতে। নিজের ওপর বিশ্বাস ছিল আমরা এই জায়গা থেকে আমরা ম্যাচ জিততে পারি। এমন ম্যাচ জিতিয়ে আত্মবিশ্বাস থাকা স্বাভাবিক। আশা করি সামনেও যেন এভাবে পারফর্ম করে ম্যাচ জেতাতে পারি। মাথার মধ্যে ছিল উইকেটে এসে সেট হবো। বিশ্বাস ছিল ভালো দুটি ওভার নিতে পারলে এক দুই ওভার আগে আমরা ম্যাচ শেষ করতে পারব যদি আমি শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারি।'


আরো পড়ুন

শামীমের ব্যাটে প্রাইম ব্যাংকের অবিশ্বাস্য জয়

৩ মার্চ ২৫
হাফ সেঞ্চুরির পথে শামীম পাটোয়ারি, ক্রিকফ্রেঞ্জি

আগের ম্যাচেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৮৩ বলে ৯৮ রানের অপরাজিত ইনিংস খেলে প্রাইম ব্যাংককে ৩ উইকেটের জয় এনে দিয়েছিলেন শামীম পাটোয়ার। পারটেক্সের বিপক্ষেও হেসেছে তার ব্যাট। খেলেছেন ৬০ বলে ৬৯ রানের ইনিংস। এ ছাড়া উইকেটের চারপাশে শট খেলার সক্ষমতার কারণে এরই মধ্যে ৩৬০ ডিগ্রি ব্যাটার হিসেবেও পরিচিতি পেয়েছেন শামীম। প্রাইম ব্যাংকের বিপক্ষে বাবুও উইকেটের চারপাশে শট খেলেছেন। তবে নিজে নয় বরং শামীমকে ৩৬০ ডিগ্রি ব্যাটার মনে করছেন বাবু।



শামীমের প্রশংসা করে তিনি বলেছেন, 'শামীম অসাধারণ ব্যাটসম্যান। এটা আপনাকে স্বীকার করতেই হবে। কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশে এমন খুব কম ব্যাটসম্যান রয়েছে যারা উইকেটের চারপাশে শটস খেলতে পারে। সেটা পেস হোক, স্পিন হোক, রিভার্স সুইপ হোক, স্কুপ হোক যেটাই আপনি বলবেন সব শটই ভালো খেলে। ওই জায়গায় ওর ব্যাটিংটা আমি সবসময় উপভোগ করি। তাই ওর নামটা আগে বললাম। (হাসতে হাসতে) আমি থ্রি সিক্সটি ব্যাটার না, থ্রি সিক্সটি ব্যাটার শামীম পাটোয়ারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball