promotional_ad

৭ ছক্কা ও ৫ চারে আলাউদ্দিনের ৩২ বলে অপরাজিত ৭৮, পারটেক্সের অবিশ্বাস্য জয়

৩২ বলে অপরাজিত ৭৮ রানের ঝড়ো ইনিংসে পারটেক্সকে জেতালেন আলাউদ্দিন বাবু, ক্রিকফ্রেঞ্জি
আলাউদ্দিন বাবু যখন ব্যাটিংয়ে এলেন তখন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ৬ উইকেট নেই। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ জিততে পারটেক্সের তখনও প্রয়োজন ৬৭ বলে ৯৭ রান। পরের ওভারে সালেহীন রিফাত আউট হয়ে ফিরলে একা হয়ে পড়েন আলাউদ্দিন। ৬০ বলে যখন ৮৭ রান প্রয়োজন তখন ডানহাতি ব্যাটার যা করলেন তা অবিশ্বাস্য! প্রাইম ব্যাংকের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি করেছেন আলাউদ্দিন।

promotional_ad

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে চার-ছক্কার বৃষ্টিতে ৩২ বলে খেলেছেন অপরাজিত ৭৮ রানের ইনিংস। এ ছাড়া সাব্বির রহমান ৫৩ রানের ইনিংস খেলেছেন। আলাউদ্দিনের এমন অবিশ্বাস্য ব্যাটিংয়ে প্রাইমের ব্যাংকের দেয়া ৩০০ রানের লক্ষ্য পারটেক্স পেরিয়ে গেছে ২ ওভার বাকি থাকতেই। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় রাউন্ডে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে সাব্বির রহমানের পারটেক্স।


আরো পড়ুন

পারভেজ ইমনের সেঞ্চুরিতে আবাহনীর বড় জয়

২ ঘন্টা আগে
সেঞ্চুরি করার পাশাপাশি মোহাম্মদ মিঠুনের সঙ্গে ১৭১ রানের জুটি গড়েছেন পারভেজ হোসেন ইমন, ক্রিকফ্রেঞ্জি

জয়ের জন্য ৩০০ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি পারটেক্সের। ইনিংসের প্রথম ওভারেই রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান জয়রাজ শেখ। পেসার হাসান মাহমুদের বাউন্সারে বলের লাইন মিস করেন তিনি। হেলমেটে আঘাত হানায় ড্রেসিং রুমে ফেরেন ডানহাতি এই ওপেনার। এদিকে পাওয়ার প্লেতে প্রত্যাশিত রান তুলতে পারেনি তারা। পাওয়ার প্লে শেষ হওয়ার পর আরেক ওপেনার জসিম উদ্দিনের উইকেট হারায় পারটেক্স। 


আরাফাত সানির বলে ব্যাকফুটে গিয়ে অন সাইডে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন জসিম। ডানহাতি ওপেনারের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৯ রান। চারে নামা আদিল ফিরেছেন দ্রুতই। সানির বলে স্টাস্পিং হয়েছেন ১৫ রান করা এই ব্যাটার। পরবর্তীতে দারুণ এক জুটি গড়ে তোলেন রুবেল ও সাব্বির। তারা দুজনে মিলে যোগ করেন ৭৮ রান। মাঝে হাফ সেঞ্চুরি করেন সাব্বির। সাবলীল ব্যাটিংয়ে ৪০ বলে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। 



promotional_ad

হাফ সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি পারটেক্সের অধিনায়ক। নাজমুল ইসলাম অপুর বলে লেগ বিফোর উইকেট হয়েছেন ৪৩ বলে ৫৩ রান। পরের ওভারে আউট হয়েছেন আরেক ব্যাটার রুবেলও। শামীম হোসেন পাটোয়ারির থ্রোতে রান আউট হয়েছেন তিনি। রুবেলের ব্যাট থেকে এসেছে ৪১ রানে। দলের রান দুইশ হওয়ার আগে আউট হয়েছেন মোহাম্মদ রাকিব। যদিও একপ্রান্ত আগলে রেখেছিলেন আহরার আমিন। 


পারটেক্সকে এগিয়ে নিয়ে গেলেও শেষ পর্যন্ত রান আউট হয়ে ফিরতে হয়েছে তরুণ এই ব্যাটারকে। আহরার আমিনের ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ৪৪ রান। শেষের দিকে ৫ চার ও ৭ ছক্কায় ৩২ বলে অপরাজিত ৭৮ রান করে পারটেক্সকে জয় এনে দিয়েছেন আলাউদ্দিন। তাকে সঙ্গ দিয়েছেন মোহর শেখ অন্তর। প্রাইম ব্যাংকের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সানি ও নাজমুল অপু। 


 টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংককে ভালো শুরু এনে দেন নাইম ও সাব্বির। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তোলে তারা। পাওয়ার প্লে শেষ হওয়ার একটু পরই অবশ্য উইকেট হারায় প্রাইম ব্যাংক। নাইম ইসলাম জুনিয়রের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন সাব্বির। ডানহাতি ওপেনারের ব্যাট থেকে এসেছে ২৮ রান। সাবলীল ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি নাইমের।



রুবলের লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ৬২ বলে ৪৬ রানের ইনিংস খেলা এই ওপেনার। একশর আগে দুই উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন জাকির ও দিপু। তারা ‍দুজনে মিলে প্রাইম ব্যাংককে এগিয়েই নিচ্ছিলেন। তবে এমন সময় তাদের জুটি ভাঙেন আব্দুল গাফফার রনি। ডানহাতি অফ স্পিনারের বলে জায়গা বানিয়ে মিড উইকেটে খেলার চেষ্টায় বোল্ড হয়েছেন ৩৯ রান করা জাকির। দ্রুতই ফিরে গেছেন আব্দুল্লাহ আল মামুনও। রান আউট হয়ে ফিরেছেন তিনি। 


পরবর্তীতে দিপু ও শামীম মিলে জুটি গড়ে তোলেন। প্রথম ম্যাচের মতো এদিনও হাফ সেঞ্চুরি পেয়েছেন দিপু। আহরার আমিনের গুড লেংথ ডেলিভারি লং অনে ঠেলে দিয়ে ৪৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। পঞ্চাশ ছোঁয়ার পর ৬৪ রানে ফিরেছেন দিপু। আরেক ব্যাটার শামীম হাফ সেঞ্চুরি করেছেন ৫০ বলে। শেষের দিকে ঝড় তুলে আউট হয়েছেন ৬৯ রানে। শেষ পর্যন্ত ২৯৯ রানের পুঁজি পেয়েছে প্রাইম ব্যাংক। পারটেক্সের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন মোহর শেখ ও আলাউদ্দিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball