promotional_ad

শরিফুল-তানজিদে রূপগঞ্জের উড়ন্ত সূচনা

মাত্র ১৪ রান খরচায় চার উইকেট নেন শরিফুল, ক্রিকফ্রেঞ্জি
শরিফুল ইসলাম এবং তানভির ইসলামের অসাধারণ বোলিংয়ের পর তানজিদ হাসান তামিমের ঝড়ো ইনিংসে মৌসুমের প্রথম ম্যাচেই জয় তুলে নিলো লিজেন্ডস অব রূপগঞ্জ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে দশ উইকেটে হারিয়েছে আকবর আলীর দল।

promotional_ad

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভয়াবহ হয়েছে গাজীর। স্কোরবোর্ডে চার রান তুলতেই ছয় উইকেট হারিয়েছে দলটি। একাই চার উইকেট নিয়েছেন রূপগঞ্জের পেসার শরিফুল। এরপর তানভিরের স্পিনে একেবারেই খেই হারিয়ে ফেলে দলটি। ৩৮.৫ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স।


আরো পড়ুন

ডিপিএল থেকে নিজের নাম সরিয়ে নিলেন সাকিব

২৩ ফেব্রুয়ারি ২৫
রূপগঞ্জের জার্সিতে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান

স্বল্প লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেটই হারায়নি রূপগঞ্জ। ওপেনিং জুটিতেই ৯৭ রান তুলে দলের অদম্য জয় নিশ্চিত করেন তানজিদ এবং সাইফ হাসান। ৪৬ বলে ১০টি চার ও দুটি ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন তানজিদ। ৩৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন সাইফ। মাত্র ১৩.৫ ওভারে জিতে যায় দলটি।


এর আগে গাজীর ইনিংসে ম্যাচের প্রথম বলেই উইকেট এনে দেন শরিফুল। তার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক আকবর আলীর মুঠোয় ক্যাচ দেন এনামুল হক বিজয়। সেই ওভারের পঞ্চম বলে দুই রান করা সালমান হোসেন ইমনকেও ঠিক একইভাবে প্যাভিলিয়নে ফেরান শরিফুল। তৃতীয় ওভারের প্রথম বলে এক রান করা সাদিকুর রহমানকে রানআউট করেন সৌম্য সরকার।  



promotional_ad

এই ওভারের চতুর্থ বলে আমিনুল ইসলাম বিপ্লবকে বোল্ড করেন শরিফুল। তৃতীয় ওভারের শেষ বলে তার গুড লেংথের ডেলিভারিতে বোল্ড হন শেখ পারভেজ জীবনও। চতুর্থ ওভারে শামসুর রহমান শুভকে বোল্ড করে ফেরান রূপগঞ্জের জাতীয় দলের আরেক পেসার তানজিম হাসান সাকিব। ফলে স্কোর বোর্ডে চার রান তুলতেই ছয় উইকেট হারায় দলটি।


তারপর ৪৭ রানের জুটি গড়েন তোফায়েল আহমেদ এবং ওয়াসি সিদ্দিকি। এই দুজনের উইকেটই নেন তানভির ইসলাম। দলের রান পঞ্চাশ অতিক্রম করার পর বাঁহাতি এই অর্থোডক্সের বলে বোল্ড হন ৫৯ বলে ২৪ রান করা তোফায়েল। ৭৭ বলে ১৮ রান করা ওয়াসিকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তানভির।


৬৫ রানের মধ্যে ৯ উইকেট হারিয়েও অবশ্য দমে যায়নি গাজী ক্রিকেটার্স। আব্দুল গাফফার সাকলাইনের ৫০ বলে খেলা ইনিংস সর্বোচ্চ ২৬ রানের ইনিংসে একশ রানের কাছাকাছি পৌঁছায় দলটি। ২১ বলে ছয় রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ১০ ওভারে মাত্র তিনটি মেডেনসহ মাত্র ১৪ রান খরচায় চার উইকেট নেন শরিফুল।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball