শামীমের ব্যাটে প্রাইম ব্যাংকের অবিশ্বাস্য জয়

ছবি: হাফ সেঞ্চুরির পথে শামীম পাটোয়ারি, ক্রিকফ্রেঞ্জি

তারা মাত্র ২৩ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। এরপর দলীয় ৭৩ রানে আরও একটি উইকেট হারায়। সেখান থেকেই দলকে টেনে তোলার চেষ্টা করেন শামীম। ৭ নম্বরে নেমে তিনি প্রায় সেঞ্চুরিই তুলে নিয়েছিলেন। শামীম উইকেটে যাওয়ার পর আরও ২ উইকেট হারিয়েছে প্রাইম ব্যাংক। তবে দলকে আর কোনো বেগ পেতে দেননি শামীম।
চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ফর্মে ফিরবেন শান্ত, প্রত্যাশা ফাহিমের
৭ ফেব্রুয়ারি ২৫
মাঝে শামীমকে বেশ ভালো সঙ্গ দিয়েছেন নাজমুল ইসলাম অপু ও সৈয়দ খালেদ আহমেদ। অপুর ব্যাট থেকে এসেছে ২৬ রান। আর খালেদ যোগ করেছেন ২৮ রান। এর মধ্যে অষ্টম উইকেটে খালেদকে নিয়ে শামীম ১০৭ রানের জুটি গড়েন। এর আগে একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন শাহাদাত হোসেন দিপু। ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার।

আর তাতে ভর করে জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শামীম তার ৮৩ বলের ইনিংস ১০ চার ও ৪ ছক্কায় সাজান। রূপগঞ্জের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ফাহাদ হোসেন ও হাবিব মেহেদী। আর একটি করে উইকেট পেয়েছেন এনামুল হক আশিক ও সজিব মিয়া।
প্রাইম ব্যাংকের অধিনায়ক-কোচ ও ম্যানেজারকে ৫০ হাজার টাকা করে জরিমানা
৫ ঘন্টা আগে
এর আগে আরাফাত সানী ও নাহিদুল ইসলামের স্পিন ঘূর্ণিতে রূপগঞ্জ টাইগার্স বেশিদূর যেতে পারেনি। দলটির হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন ওপেনার আব্দুল মজিদ, ৪৭ রান করেন তানবির হায়দার। ২৮ রান আসে মাহমুদুল হাসানের ব্যাট থেকে। প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট নেন সানি ও নাহিদুল। এদুটি উইকেট নেন খালেদ। আর একটি উইকেট পান ইরফান হোসেন ও সাব্বির হোসেন।