promotional_ad

আরেকটি 'প্রথম' জয়ের দুয়ারে বাংলাদেশ

promotional_ad

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা দুপুর ১২ টায়। চলতি সিরিজে দু দলই একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচে জয় পেয়েছে।




প্রথম সাক্ষাতে বাংলাদেশ দল লঙ্কানদের ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দেয়। আর সবশেষ সাক্ষাতে বাংলাদেশকে ৮২ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। এদিকে, লঙ্কানরা সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে সিরিজ থেকেই প্রায় ছিটকে গিয়েছিল।




তবে, দুর্দান্ত প্রতাপের সাথে পরের দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা। আর বাংলাদেশ দল প্রথম তিন ম্যাচেই বোনাস পয়েন্টসহ জয় পেয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে। তবে, শেষ ম্যাচে হেরে টাইগারদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে।




তবে, ফাইনাল ম্যাচে জয় পেতে মরিয়া টাইগাররা। প্রথম দুই ম্যাচে টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে দাপুটে জয় পেলেও। শেষ দুই ম্যাচে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানদের পারফরমেন্স চিন্তায় ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টকে।





promotional_ad

ফাইনালে ফর্মের তুঙ্গে থাকা ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকেই তাকিয়ে থাকবে টাইগাররা। তাছাড়া, ফাইনালে নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্যেই মাঠে নামবেন মুশফিক, মাহমুদুল্লাহ, সাব্বিররা।




বাংলাদেশের বোলাররাও বেশ ছন্দে আছেন। প্রায় প্রত্যেকেই আলো ছড়িয়েছেন চলতি সিরিজে। ফাইনালে চমক দেখাতে লঙ্কানদের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে দলের সেরা অস্ত্রদের একটু আড়ালেই রেখেছেন মাশরাফি।




সাকিব মাত্র ১ ওভার বল করেছেন, মুস্তাফিজ ১.৫ ওভার আর বোলিংয়েই আসেননি আরেক তারকা পেসার রুবেল হোসেন। লঙ্কানরাও ব্যাটে বলে নিজেদের উজাড় করে দিতে চাইবে ফাইনালে। তাছাড়া, কুশল পেরেরা, অসেলা গুনারত্নে, দীনেশ চান্দিমালরা দুর্দান্ত ফর্মে আছেন ব্যাট হাতে।




বল হাতে চলতি সিরিজে চমক দেখিয়েছেন থিসারা পেরেরা, নুয়ান প্রদীপরা। তাই বলাই যায় শনিবার একটি হাড্ডাহাড্ডি লড়াই জমবে মিরপুরে। শক্তির বিচারে পুরো সিরিজ জুড়ে বাংলাদেশ দল এগিয়ে থাকলেও। শেষ ম্যাচে টাইগারদের মাটিতে নামিয়ে আনা লঙ্কানেরও ছোটো করে দেখার কিছু নেই।





শনিবারের ম্যাচে বাংলাদেশ লঙ্কানদের হারাতে পারলেই, প্রথম বারের মতো কোনো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের গৌরব অর্জন করবে টাইগাররা। একটি জয়ই পারে শেষ ম্যাচ হারা টাইগারদের গত কয়েক বছরের ধারাবাহিক সাফল্যে আরেকটি পালক যুক্ত করতে।




বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, এনামুল হক/ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবুল হাসান/সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।




শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, দীনেশ চান্দিমাল (অধিনায়ক), আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাকসান সান্দাকান, আকিল ধনাঞ্জয়া, দুশমান্থা চামিরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball