promotional_ad

'আলোচনার টেবিলে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর'

promotional_ad

বাংলাদেশ সফর নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের গড়িমসির কথা কারোর অজানা নয়। এবার বাংলাদেশকে আতিথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে দুই টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা টাইগারদের।




তবে, সিএ বিসিবিকে চিঠি দিয়ে জানিয়েছে, তারা সিরিজটি আয়োজন করতে পারবে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এ চিঠির বিষয়টি গতকাল দৈনিক মানবজমিনের সাথে আলাপকালে খোলাসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট অস্ট্রেলিয়ার দেয়া বার্তার জবাব দিয়েছে বিসিবি।





promotional_ad

তবে, এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। সিরিজ নিয়ে অস্ট্রেলিয়ার আগের টালবাহানার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তাছাড়া, এই বিষয়ে আলোচনা করে সংবাদ মাধ্যমকে আবারও জানাবেন বলে নিশ্চিত করেছেন নাজমুল হাসান।




বিসিবি সভাপতির ভাষ্যমতে,  ‘আমাদের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল এ বছর সেপ্টেম্বরে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের চিঠি দিয়ে জানিয়েছে তারা সফরটি আয়োজন করতে পারছে না। আমরা একটি চিঠি দিয়েছি সিএকে। তারা তো এমন আগেও করেছে। এখনো বিষয়টি চূড়ান্ত নয়। আমরা পরে আলোচনা করে জানাবো।’ 





এদিকে, ২০১১ সালে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ৬ বছর পর বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলেছে অজিরা। তাছাড়া, বাংলাদেশের মাটিতে ২০০৬ সালের টেস্ট সিরিজ শেষে দ্বিতীয় সিরিজ খেলতে তারা সময় নিয়েছে দীর্ঘ ১১ বছর। 




অন্যদিকে ২০০৩-এর পর বাংলাদেশ দলকে আর কোনো দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ খেলতে আমন্ত্রণ জানায়নি অস্ট্রেলিয়া। এবার অনেক চেষ্টার পর সুযোগ দিয়েছিল তারা। কিন্তু এবারও তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে জানিয়েছেন তারা টাইগারদের এবারও আতিথ্য দিতে পারছে না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball