promotional_ad

বিশ্রামে স্মিথ, অধিনায়কত্ব করবেন ওয়ার্নার

promotional_ad

৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। এরপরের মাসে ৫ তারিখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অজিরা। অ্যাশেজ জয়ী অজিদের বিশ্রামের সুযোগ নেই ক্রিকেট থেকে।


আর তাই অ্যাশেজ জয়ী অধিনায়ক স্টিভ স্মিথকে বিশ্রামের সুযোগ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সোমবার আসন্ন ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, স্টিভ স্মিথের অনুপস্থিতিতে যেখানে অজি দলের অধিনায়ক থাকবেন ডেভিড ওয়ার্নার।


মূলত দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বিশ্রাম দেওয়া হচ্ছে গত কয়েকমাস টানা ক্রিকেট খেলে আসা স্মিথকে। অজিদের প্রধান নির্বাচক ট্রেভর হন্স অস্ট্রেলিয়ার মিডিয়ার সামনে জানান, 



promotional_ad

"চলতি গ্রীষ্মে স্টিভ অনেক ম্যাচ খেলেছে। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে শারীরিক ও মানসিকভাবে বিশ্রাম দরকার তার। আমরা চেয়েছি টি-টুয়েন্টি দল এই সিরিজে একটা ভাল নেতৃত্ব পাক। ওয়ার্নারের অধীনে দল ভাল করবে বলে আমরা বিশ্বাস করি।"


এদিকে সংক্ষিপ্ত সংস্করণের এই আসরে অজি দলে ফিরেছেন অ্যাশেজ ও ওয়ানডে সিরিজে বাদ পরা গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া বিগ ব্যাশে দারুণ পারফর্ম করায় দলে ডাক পেয়েছেন ডি'আর্কি শর্ট।


উল্লেখ্য, স্টিভেন স্মিথের অনুপস্থিতির কারণে এর আগেও অধিনায়কত্ব করেছেন ওয়ার্নার। তার অধীনে খেলা মোট তিনটি ওয়ানডের প্রতিটিতেই জয় পেয়েছে দল। আর চার টি-টুয়েন্টির মোট তিনটিতে জিতেছে দল। 



ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলঃ- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, বেন ডরশুইস, ট্রাভিস হেড, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ডি'আর্কি শর্ট, বিলি স্ট্যানলেন, মার্কাস স্টোইনিস, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা।


ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball