promotional_ad

তবুও সেরা উইকেট কিপার মুশফিক

promotional_ad

২০১৭ সালে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স করে টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম 'দ্যা রোয়ার'এর প্রকাশিত সেরা টেস্ট একাদশে।




মুশফিক ছাড়াও ঘোষিত সেরা একাদশে জায়গা করে নিয়েছেন ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার। অপরদিকে ইংল্যান্ডের থেকে এই দলে জায়গা হয়েছে মাত্র একজনের। 




একাদশে দুই ওপেনার হিসেবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার ডিন এলগার এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে। এরপর তিন নম্বরে আছেন ভারতের চেতেশ্বর পূজারা। এরপরে অজি দলপতি স্টিভ স্মিথকে রাখা হয়েছে।




এরপর  আছেন ভারতের রান মেশিন বিরাট কোহলি, দলটির অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে তাকে। তারপরে যথাক্রমে টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিম, স্পিনার রবীন্দ্র জাদেজা এবং নাথান লায়ন। 





promotional_ad

এছাড়া আরো আছেন পেস তারকা মরনে মরকেল, কাগিসো রাবাদা এবং জেমস অ্যান্ডারসন। প্রসঙ্গত, ২০১৭ সালে নানান কারণে সমালোচিত হলেও সেই বছরে খেলা ৮ টি ম্যাচে ৫৪.৭১ গড়ে ৭৬৬ রান করেছিলেন তিনি। যেখানে ২টি সেঞ্চুরি ছিলো তার। 




ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকার পাশাপাশি ১২টি ক্যাচ ও দুটি স্ট্যাম্পিংও করেছেন এই টাইগার উইকেট রক্ষক। আর সেরা উইকেট রক্ষক ব্যাটসম্যান হওয়ার দৌড়ে মুশফিকের সাথে প্রতিযোগিতায় ছিলেন ভারতের ঋদ্ধিমান সাহা ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। 




তবে উইকেটের পেছনে দারুণ নির্ভরতা প্রতীক হিসেবে নিজেকে প্রমাণ করার পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকার দরুণ মুশফিককেই বেঁছে নিয়েছে 'দ্যা রোয়ার'।




জানিয়ে রাখা ভালো, ২০১৭ সালে মোট ১১ টেস্ট ম্যাচে ৪২.৩০ গড়ে ৪২৩ রান সংগ্রহ করেছেন ঋদ্ধিমান সাহা। অপরদিকে ১২ টেস্টে ৩৬.৪১ গড়ে ৬১৯ রান করেছিলেন প্রোটিয়া উইকেট রক্ষক ব্যাটসম্যান ডি কক। এই দুই ব্যাটসম্যানের থেকে অনেকটা এগিয়ে আছেন টাইগার মুশফিক।  





দ্যা রোয়ারের সেরা টেস্ট একাদশঃ- 




ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), চেতেশ্বর পুজারা (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি(ভারত, অধিনায়ক), মুশফিকুর রহিম (বাংলাদেশ, উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (ভারত), নাথান লায়ন(অস্ট্রেলিয়া), মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ও জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।




ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball