promotional_ad

টাইগারদের ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি?

promotional_ad

বাংলাদেশের পরবর্তী কোচ কে হতে যাচ্ছেন এই নিয়ে বেশ কিছুদিন থেকেই গুঞ্জন চলে আসছে। ইতিমধ্যে সাক্ষাৎকার দিয়ে দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের  রিচার্ড পাইবাস এবং ক্যারিবিয়ান ফিল সিমন্স।



তবে এদের দুইজনের কেউই যে কোচ হচ্ছেন না সেটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই। নতুন খবর হলো কোচ নয়, আপাতত টাইগারদের জন্য উপদেষ্টা  নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।


আর সেই উপদেষ্টা হিসেবে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবং ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনকে দায়িত্ব দেয়ার কথা উল্লেখ করেছেন বিসিবি প্রধান। পাপন আরও জানিয়েছেন কার্স্টেনের পাশাপাশি নিয়োগ দেয়া হতে পারে একজন ব্যাটিং পরামর্শককেও। যদিও তাঁর নাম খোলাসা করে বলেননি তিনি। 



promotional_ad

বুধবার মিডিয়ার সঙ্গে আলাপকালীন সময়ে পাপন জানিয়েছেন, "এই সিরিজের আগে আমরা একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেয়ার চেষ্টা করছি। যে টপক্লাস। সে কে— বলবো না।" 


তবে পাপন সরাসরি কিছু না বললেও জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর প্রকাশিত তথ্য অনুযায়ী টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি।


বোর্ড সভাপতি তার নাম না বললেও ভিতরের খবর হচ্ছে দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট ওপেনার ম্যাকেঞ্জিই তামিমদের ব্যাটিং পরামর্শ হিসেবে নিয়োগ পেতে পারেন।



উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ টেস্টে ৩৭.৩৯ গড়ে পাঁচ সেঞ্চুরি এবং ১৬ হাফ সেঞ্চুরিসহ ৩২৫৩ রান করেছেন এই তারকা। সঙ্গে ৬৪ ওয়ানডেতে ৫৫ ইনিংসে দুটি সেঞ্চুরি এবং ১০ টি হাফ সেঞ্চুরি সহ ১৬৮৮ রান করেছেন তিনি। 





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball