আবারো কোচ হিসেবে আইপিএলে হজ

দেশ · অস্ট্রেলিয়া
আবারো কোচ হিসেবে আইপিএলে হজ
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

কিংস ইলিভেন পাঞ্জাবের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হজ। আর তাই, এবার আর দলটির কোচ হিসেবে থাকছেন না সাবেক ভারতীয় ক্রিকেটার বিরেন্দ্র শেহওয়াগ। 

তবে একেবারে সরে যাচ্ছেন না তিনি। দলটির ব্যাটিং পরামর্শকের পাশাপাশি ডিরেক্টর হিসেবেও থাকছেন। উল্লেখ্য, গত আসরে সঞ্জয় বাঙ্গার পদত্যাগ করলে প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন শেহওয়াগ।

সেবার অবশ্য প্লে অফ খেলেছিল পাঞ্জাব। সেই আসরের রানারআপ রাইজিং পুনে সুপারজায়ান্টের কাছে হেরে বিদায় নিয়েছিলো তারা। এদিকে কোচ হিসেবে এবারই প্রথমবার নয় ব্র্যাড হজের অধ্যায়।

গত দুই মৌসুমে আইপিএলের গুজরাট লায়ন্স দলের কোচের পদে ছিলেন তিনি। তাকে নিয়োগের বিষয়ে পাঞ্জাব দলের পক্ষ থেকে জানা যায়, "আমরা তিন বছরের জন্য হজকে কোচ বানিয়েছি। শেহওয়াগ আমাদের ডিরেক্টর হিসেবে থাকবেন।"

উল্লেখ্য, ৪২ বছর বয়সী হজের ক্রিকেট ক্যারিয়ার এখনই শেষ হয়নি। ২০১৭-১৮ মৌসুমে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগার্ডসের হয়ে মাঠে নামবেন তিনি। এছাড়া যেখানেই সুযোগ পাচ্ছেন, সেখানেই খেলে যাচ্ছেন টি-টুয়েন্টি ক্রিকেটের এই ফেরিওয়ালা। 


আরো পড়ুন: this topic