promotional_ad

'গেইলের কারণেই শিরোপা জিতেছি আমরা'

promotional_ad

নিজের চতুর্থ বিপিএল শিরোপা হাতে পেয়ে আনন্দে আত্মহারা রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবারের ফাইনালে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে ৫৮ রানে উড়িয়ে দিয়েছে তার দল।




তবে ম্যাচ জেতাটা এতোটা সহজ হতো না সাকিব আল হাসানের ঢাকার বিপক্ষে। কাজটা অনেকটাই সহজ করে দিয়েছেন দলের ওপেনার ক্রিস গেইল। ৬৯ বলে পাঁচটি চার ও ১৮ টি ছক্কায় ১৪৬* করেন তিনি। ম্যাচ শেষে তাই তাকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক।





promotional_ad

একইসঙ্গে শেষ কয়েকটি ম্যাচে দুর্দান্ত খেলা ব্রেন্ডন ম্যাককালামকেও প্রশংসায় ভাসালেন তিনি। প্রশংসা করেছেন আগের ম্যাচে সেঞ্চুরি করা জনসন চার্লসেরও। তবে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গেইলের ওপর।




মাইক্রোফোনের সামনে তিনি জানিয়েছেন, "গেইল ভয়ঙ্কর একজন ক্রিকেটার। আমি চেয়েছিলাম সে এভাবেই খেলুক। পুরো বিশ ওভার সে খেলবে আর টর্নেডো হবেনা, সেটা আমরা ভাবতেই পারিনা। তার কারণেই শিরোপা জিতেছি আমরা।





আমি কৃতজ্ঞ ম্যাককালামের প্রতি। সে শেষ কয়েকটি ম্যাচে দারুণ খেলেছে। চার্লসের কথা না বললেই নয়। সে আমাদের ফাইনালে নিয়ে এসেছে। একইসঙ্গে আমি কৃতজ্ঞ ফ্রেঞ্চাইজির প্রতি।




আমি হয়তো চারবারের মতো বিপিএল ট্রফি জিতলাম। তবে রংপুর প্রথমবার পেলো তা। ট্রফি জিততে পেরে দলের সবাই খুবই খুশি। মালিকপক্ষ বা ক্রিকেটার সবাই দারুণ করেছে।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball