promotional_ad

স্টোকসের পর এবার নিষিদ্ধ হলেন ডাকেট

promotional_ad

মাস খানেক আগেই ব্রিস্টলে মারামারির ঘটনায় জড়িত থাকার দায়ে নিষেধাজ্ঞা পড়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ও ওপেনার অ্যালেক্স হেলস। যার ফলে চলমান অ্যাশেজের ইংলিশ স্কোয়াড থেকেও বাদ পড়তে হয় তাদের।


এই ঘটনার রেশ পার হতে না হতেই আবারও বিতর্কে জড়িয়েছেন আরও এক ইংলিশ ক্রিকেটার। পানশালায় গিয়ে বিপাকে পড়লেন আরেক ইংলিশ ক্রিকেটার বেন ডাকেট। নিয়ম ভেঙে অস্ট্রেলিয়ার পার্থে বারে যাওয়ায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ডাকেটের বিপক্ষে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে।


শনিবার পার্থে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ইংল্যান্ড লায়ন্সের হয়ে মাঠে নামার কথা ছিল এই ইংলিশ ব্যাটসম্যানের। তবে পানশালায় যাওয়ায় গিয়ে সতীর্থের থাকে কথা কাটাকাটি হলে তিনি তার সতীর্থের মাথায় মদ ঢেলে দেন। 



promotional_ad



যদিও সতীর্থের নাম এখনও জানা যায়নি। আর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এই ঘটনার ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ক্রিকইনফো থেকে পাওয়া তথ্য মতে, ইংল্যান্ড জাতীয় দলের এক সিনিয়র খেলোয়াড়কে সঙ্গে নিয়ে শুক্রবার রাতে অতিমাত্রায় মদ পান করেন ডাকেট।


ইংলিশদের হয়ে সাদা পোষাকে এখন পর্যন্ত চার টেস্ট খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বেন ডাকেট। এখন পর্যন্ত ১৫.৭১ গড়ে রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।






আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball