promotional_ad

অভিষেকেই ম্যাচ সেরা শতাব্দীর প্রথম ক্রিকেটার

promotional_ad

কয়েকদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে অভিষেক হয়েছিল আফগানিস্তানের স্পিনার মুজিব জাদরানের। 


নিজের প্রথম ম্যাচে উইকেট না পেলেও রান দিয়েছিলেন মাত্র ১৭। বিপিএলে আলো ছড়ানোর পরই উড়ে গিয়েছিলেন দেশের হয়ে খেলতে। নিজের অভিষেক ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছেন এই ১৬ বছর বয়সী স্পিনার।


সংযুক্ত আরব আমিরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে অান্তর্জাতিক অভিষেকে ম্যাচেই ১০ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। সঙ্গে তুলে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কারটি। 



promotional_ad

এদিন মুজিব-রশিদের ঘূর্ণিতে ৩১.৪ ওভারে ১০০ রানেই গুটিয়ে যায় আইরিশরা। ফলে ১৩৮ রানের দাপুটে জয় পায় আফগানরা। মুজিব ছাড়াও রশিদ খান নেন তিনটি উইকেট।


এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ ক্যাপ্টেন উইলিয়াম পোর্টারফিল্ড। নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৯ উইকেটে ২৩৮ রান তোলে আফগান শিবির। অর্ধশতক হাঁকান রহমত শাহ (৫০) ও নাসির জামাল (৫৩)। অাট নম্বরে নেমে ৪৮ রান করেন রশিদ।


একই গ্রাউন্ডে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মাঠে নামছে দু'দল। এদিকে অভিষেকেই ম্যাচ সেরার পুরস্কারটি নিজের করে নেয়ার পাশাপাশি আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন এই তরুণ।



এদিন একুশ শতকের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে তার। মুজিবের বর্তমান বয়স বর্তমানে ১৬ বছর ২৫৩ দিন। ২০০১ সালের ২৮ এপ্রিল জন্ম গ্রহন করেছেন তিনি।


এর আগে ২০০০ সাল বা তার পরে জন্ম নেয়া কোন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তাই মুজিবই প্রথম ক্রিকেটার হিসেবে এই তালিকায় নাম লেখালেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball