promotional_ad

ছয় মাসে লঙ্কানদের তিন অধিনায়ক!

promotional_ad

শ্রীলংকা ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক উপুল থারাঙ্গার পরিবর্তে ভারতের বিপক্ষে দলকে নেতৃত্ব দিবেন ২৮ বছর বয়সী থিসারা পেরেরা।এর আগে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে দলকে নেতৃত্ব দিলেও এবারই প্রথমবারের মত ৫০ ওভারের খেলায় দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন এই অলরাউন্ডার।


এই নিয়ে ছয় মাসের মধ্যে তৃতীয়বারের মত ওয়ানডে অধিনায়ক বদলাতে হয়েছে শ্রীলংকা দলকে। এবছরের জুনে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয়ে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ পদত্যাগ করেছিলেন। এরপর উপুল থারাঙ্গার কাঁধে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব সমর্পণ করে লঙ্কান ক্রিকেট বোর্ড।



promotional_ad

কিন্তু পাকিস্তানের বিপক্ষে স্লো ওভার রেটে নিষেধাজ্ঞায় থাকার কারণে ভারত সিরিজে একদিনের ক্রিকেটের নিয়মিত অধিনায়ককে দলে পাচ্ছেনা লঙ্কানরা। তাই থারাঙ্গার পরিবর্তে লঙ্কান টিম ম্যানেজমেন্ট দলের অন্যতম অভিজ্ঞ সেনানী পেরেরার কাঁধেই ভারতের মাঠে ম্যাচ পরিচালনার দায়িত্ব তুলে দেয়। 


তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও দলকে নেতৃত্ব দিবে ১২৫ ওয়ানডেতে ১৪৪১ রান ও ১৩৩ উইকেট শিকারি এই অলরাউন্ডার।  



এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিউজের সময়ে দুই অধিনায়ক তত্ত্বে বিশ্বাসী ছিল শ্রীলঙ্কা দল। তবে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিন ফরম্যাটে ভিন্ন তিনজনকে নেতৃত্ব দিতে দেখা যায়। সবমিলিয়ে, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নিয়মিত একজন অধিনায়কের অভাবেও যেন ভুগছে এই দলটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball