'ক্ষুধার্ত'ইমরুল-তাসকিনে আশাবাদী ওয়ালশ

ছবি:

আউটফর্মের দুই ক্রিকেটার, ইমরুল কায়েস এবং তাসকিন আহমেদকে নিদাহাস ট্রফির স্কোয়াডে অন্তর্ভুক্তির কারণে নানান সমালোচনা হচ্ছে বিসিবিকে ঘিরে।
তবে এসব সমালোচনার জবাব দিলেন শুধুমাত্র নিদাহাস ট্রফি উপলক্ষে দলের কোচের দায়িত্ব পাওয়া কোর্টনি ওয়ালশ। দুই অভিজ্ঞ ক্রিকেটারের অভিজ্ঞতাই হবে এই সিরিজে তাদের সাফল্যের মূলমন্ত্র, মনে করছেন ওয়ালশ।
'আমরা প্রত্যেক ক্রিকেটারকে আলাদা আলাদা ভূমিকা প্রদান করার চেষ্টা করবো তাদের কাজটি বের করে আনার জন্য। ইমরুল এবং তাসকিনের সেই অভিজ্ঞতা রয়েছে, সুতরাং তাদেরকে দলে ফিরিয়ে নিয়ে আসায় ভালো হয়েছে।

'আশা করি তাদের যথেষ্ট ক্ষুধা রয়েছে ভালো করার এবং যখনই তারা সুযোগ পাবে ভালো করার চেষ্টা করবে। আমরা যদি একটি দল হিসেবে খেলতে পারি, তাহলে আমরা নিজেদের ফিরে পাবো।'; মঙ্গলবার মিডিয়াকে জানাচ্ছিলেন ওয়ালশ।
একইদিনে উইন্ডিজ এই কিংবদন্তী কথা বলেছেন দলের প্রতি নিজের পরিকল্পনা নিয়েও। পরিকল্পনায় এতটুকু ছাড় দিতে চান না তিনি। মিডিয়াকে এই প্রসঙ্গে জানান,
'আমরা সামগ্রিক বিষয় নিয়েই কাজ করছি আসলে- যে ধরণের ক্রিকেট খেলতে চাই এবং খেলা উচিৎ সেগুলো নিয়ে। আমরা দুই একদিনের মধ্যে বিষয়গুলো নিয়ে বসবো এবং আমাদের কি করতে হবে সেগুলো নিয়ে কাজ করবো। প্রত্যেকটি দিক নিয়েই আমাদের কাজ করতে হবে এবং সবকয়টি দিকে আমাদের জয় পেতে সাহায্য করবে।'