সমালোচনার জবাব দিতেই কোচ বানানো হলো ওয়ালশকে?

promotional_ad

নিদাহাস ট্রফির কোচিং প্যানেলে আসলো ব্যাপক পরিবর্তন। ঘরের মাঠে তিন ফরম্যাটে দলের টেকনিক্যাল ডিরেক্টরের ভূমিকা পালন করা খালেদ মাহমুদ সুজনকে আবারো দলের ম্যানেজার বানিয়েছে বিসিবি। আর কোচ বানিয়েছে কোর্টনি ওয়ালশকে। 


মূলত সুজনকে নিয়ে সৃষ্ট সমালোচনার জবাব দিতেই এমন সিদ্ধান্ত। "আজকে মূলত স্কোয়াড নিয়ে আলোচনা করেছি। ওখানে আরেকটা মেজর ইস্যু ছিল হেড কোচ। গত সিরিজে বিভিন্ন দায়িত্বে থাকলেও হেড কোচ বলে কেউ ছিল না। তা না থাকাতে অনেকের ধারণা যে একটু অসুবিধা হয়েছে। 


"ফাইনাল সিদ্ধান্তটা কে দেবে। অনেকে ফাইনাল ডিসিশন কে দেবে, এখানে ডিসিশন মেকিং এর একটা ব্যাপার আছে। প্লাস একজনকে যাকে নাকি সকলে মেন্টর হিসেবে বলেন, সিনিয়র হিসেবে বলেন , শ্রদ্ধা করেন তাকে হলে ভালো হত। এই ধরনের একটা কথা উঠেছিল কদিন আগে।"


promotional_ad

মিডিয়ার সামনে বিষয়টি নিয়ে খোলাসা করছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে শুরু থেকেই দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করে আসা ওয়ালশ শুধুমাত্র এই সিরিজেই থাকছেন টাইগারদের প্রধান কোচ হিসেবে।  


"আমরা হেড কোচের ব্যাপারটা ঠিক করেছি। শুধুমাত্র নিদহাস ট্রফির জন্য। আমরা বাইরে থেকে একজন আনার চেষ্টা করছি, সেটা এই সিরিজের আগে সম্ভাবনা নাই। সেজন্য এখন আমরা হেড কোচ দেব বল সিদ্ধান্ত নিয়েছি।


"আমরা ঠিক করেছি কোর্টনি ওয়ালশকে হেড কোচের দায়িত্ব দেব। তার অভিজ্ঞতা আছে। সকলেই তাকে অত্যন্ত সম্মান করে। আমার মনে হয় এই ব্যাপারে কোন কনফিউশন থাকার সুযোগ নাই।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball