ওয়ালশের ক্লাসে অখন্ড মনোযোগী রাব্বিরা

ছবি:

১৩ জন পেসারকে একসঙ্গে তালিম দিচ্ছেন দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। আর তার সামনে সবকিছু দারুনভাবেই হচ্ছে বলে মনে করছেন জাতীয় দলের পেসার কামরুল ইসলাম রাব্বি।
'আমি মনে, করি এখানে সব কিছুই পারফেক্ট করছি আমরা। ইয়র্কার বলেন বা অফকাটার- সব কিছুই ভাল হচ্ছে। মাঠে কিভাবে প্রয়োগ করবে এটাই বড় ব্যাপার। আমি মনে করি আমরা যারা পেস বোলার আছি, উন্নতি করতে হবে আত্মবিশ্বাসে।’
অর্থাৎ, মাঠে করে দেখানোটাই চ্যালেঞ্জ রাব্বির কাছে। এদিকে ২৬ বছর বয়সী রাব্বি রবিবারের অনুশীলন শেষ করে জানিয়েছেন নিজের আইডল সম্পর্কেও। অবশ্য বৈচিত্র্য নেই তাতে!

কেননা লাল সবুজের বাকী দশ-বার??? জন পেসারের মতো মাশরাফি বিন মর্তুজাকেই বেঁছে নিয়েছেন তিনি। শিক্ষক মাশরাফিকে নিয়ে বলতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন,
"আমরা যখনই মাশরাফি ভাইকে পাই জানি না কে কীভাবে নেয়। আমি অফকাটার পুরোই মাশরাফি ভাইয়ের কাছে শিখেছি। উনি কিন্তু নতুন এবং পুরোনো বলে অনেক ভালো অফকাটার দেন। তার কাছ থেকে শিখছি। আমার মনে হয় প্রত্যেকটা বোলারই যখন মাশরাফি ভাইকে পায় কিছু শেখার চেষ্টা করে।
"অবশ্যই তিনি বাংলাদেশের প্রত্যেকটা পেস বোলারের আইডল। নতুন বলে বলেন আর পুরোনো বলে বলেন, আমি মনে করি সব ফরম্যাটেই তিনি এখন পর্যন্ত সেরা। আমরা শেখার ট্রাই করবো এবং সামনে থেকে আরও বেশি শিখবো।"