promotional_ad

"সাব্বিরের কাছ থেকে কিছুই পাইনি"

promotional_ad

ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে খুবই বাজে সময় কেটেছে সাব্বির রহমানের। শুরুর ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং পাননি তিনি, পরের ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে ১২ বলে করেছিলেন ২৪* রান।


কিন্তু এরপরের তিনটি ওয়ানডেতে বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচগুলোতে তার রানসংখ্যা যথাক্রমে ৬,১০ এবং ২। আর তার এমন পারফরমেন্সকেই ত্রিদেশীয় সিরিজ হারের অন্যতম কারণ বলে মনে করছেন টাইগারদের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। 


মানবজমিনকে তিনি জানান, "এটা সঠিক যে হাথুরুসিংহে দুর্বলতা জানতো ও তা কাজে লাগিয়েছে। আবার এটাও মানতে হবে যে আমাদের ব্যাটসম্যানরা ফর্মে ছিল না। 



promotional_ad

"প্রথম তিন ম্যাচ জিতেছে তামিম, সাকিব ও মুশফিকের জন্য। কিন্তু ব্যাট হাতে মাহমুদুল্লাহ, সাব্বির, নাসিররা ছিলেন ফর্মের বাইরে। যদিও মাহমুদুল্লাহ সেটি কাটিয়ে উঠেছে। কিন্তু সাব্বিরের কাছ থেকে আমরা কিছুই পাইনি।" 


তবে ত্রিদেশীয় সিরিজ হারে উইকেটকেই বারবার কাঠগড়ায় রাখছে দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এমনটা মানছেন না সাবেক এই ক্রিকেটার। তার মতে, নিজেদের ভুলেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে টাইগাররা,


"আমি এটা মনে করি না যে উইকেট খুব বড় কোনো সমস্যা ছিল। এটি বলতে পারেন যে ফাইনালে রান হলে ভালো হতো। কিন্তু সেটি হয়নি। তবে আমাদের পরিকল্পনা তো ঠিক ছিল শুরুতে। বল করে ওদের ২শ’র মধ্যেই আটকাতে পেরেছি। 



"কিন্তু মাত্র ২২২ রানের জন্য ব্যাট করার সক্ষমতা কি নেই দলের? ওরাতো ভালোই উইকেট বুঝে জুটি বেঁধেছে। আমাদের কেন এমন হলো না। সত্যি কথা বলতে কি এখানে ব্যাটসম্যানরাই পরিকল্পনা মতো দায়িত্ব পালন করতে পারেনি।" 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball