promotional_ad

তামিমের কথাবার্তা আমাদের জন্য বিব্রতকরঃ পাপন

promotional_ad

হোম অফ ক্রিকেট শের-ই-বাংলার উইকেট নিয়ে সমালোচনা করায় বিসিবির চক্ষুশূলে পরিণত হয়েছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এরই জের ধরে তাকে কারণ দর্শানো নোটিশও প্রদান করেছিলো দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 




এরপর তারই শুনানিতে অংশ নিতে গত ১২ই ডিসেম্বর দুপুর ১২ টায় বিসিবি কার্যালয়ে গিয়েছিলেন তামিম। শুনানি শেষ করে এসে মিডিয়ার সামনে অনুতপ্ত হন তিনি। সেখানে জাতীয় দলের এই ওপেনার বলেছিলেন, 




"তারা আমার সাথে নরমালি কথা বলেছে। তারা মনে করে আমি আরো ভালোভাবে এটার প্রতিবাদ করতে পারতাম, আরো ভালো ভাষা ব্যবহার করতে পারতাম। আর তারা বিশ্বাস করে আমি আসলেই তা পারতাম।"



promotional_ad



ধারণা করা হচ্ছিলো বিপিএল চলাকালীন সময়ে উইকেটের কড়া সমালোচনা করায় বেশ কঠিন শাস্তির মুখেই পড়তে হবে তামিমকে। কেননা তার সঙ্গে আলাপে সন্তুষ্ট দেখাচ্ছিল না বিসিবির ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটিকে। 




তিন সদস্য বিশিষ্ট এই কমিটিতে আছেন মাহবুব আনাম, জালাল ইউনুস আর শেখ সোহেল। এছাড়াও তামিম নিজেই ব্যাপারটা স্বীকার করে নেওয়ায় শাস্তির সম্ভাবনা আরও বেড়ে যায়। অবশেষে তাই হল।





বেশ খোলামেলা ভাবে উইকেটের সমালোচনা করায় তামিমকে পাঁচ লাখ টাকা জরিমানা দিতে হবে। সোমবার দিন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। জানিয়েছেন, 



"তামিমেরটা পুরো ভিন্ন। ওর কথাবার্তা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য বিব্রতকর। এটা আমাদের ক্রিকেটের প্রচুর ক্ষতি করতে পারে বা পারতো।  এজন্য আমরা মনে করি সহঅধিনায়ক হিসেবে মিডিয়ার সামনে ওর কথা বলায় আরও সতর্ক হতে হবে। তামিমের ৫ লাখ টাকা জরিমানা। আরও ওকে সতর্ক করা। একটা পিচ নিয়ে কথা হতেই পারে। যে এটা আদর্শ উইকেট না টি-টোয়েন্টির জন্য।



টি-টোয়েন্টিতে যে ধরনের উইকেট দরকার ছিল এটা সেটা না। তাই ঠিক আছে। কিন্তু আপনি আউটফিল্ড নিয়ে কথা বলবেন কেন। আউটফিল্ডের কি সমস্যা হয়েছে? আপনি কিউরেটর নিয়ে কথা বলবেন কেন। ইতোমধ্যে আমাদের আউটফিল্ড দুটি ডিমেরিট পয়েন্ট পেয়ে বসে আছে। অস্ট্রেলিয়ার সাথে শেষ খেলায়। চারটা হলে ঢাকা শহরে তো আর খেলা হবে না। এটা কি ধরনের কথাবার্তা। একটা অধিনায়ক তো এ ধরনের কথা বলতে পারে না। তাকে আরও দায়িত্ববান হতে হবে।"



উল্লেখ্য, বিপিএলে রংপুর রাইডার্স-কুমিল্লার ভিক্টোরিয়ান্সের গ্রুপ পর্বের ম্যাচের সংবাদ সম্মেলনের মিরপুরের উইকেটকে 'জঘন্য' বলেছিলেন তামিম। আর একারণেই আর্থিক দণ্ড দেওয়া হয়েছে তাকে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball