যুবাদের নিয়ে স্বপ্ন বুনছেন সুজন

বাংলাদেশ
যুবাদের নিয়ে স্বপ্ন বুনছেন সুজন
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

নতুন বছরের শুরুতেই যুবাদের মেগা ইভেন্ট; নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। যেখানে ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ড। ১৩ই জানুয়ারি অর্থাৎ বিশ্বকাপের উদ্বোধনী দিনেই নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে যুবাদের। 

গত বিশ্বকাপে অবশ্য ভালো ফলাফল করেছিলো ক্ষুদে টাইগাররা। সেবার তৃতীয় স্থান অর্জন করেছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। তাই এবারো অন্তত সেমিফাইনাল খেলা উচিত তাদের বলে মন্তব্য করেছেন বোর্ড পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

মিডিয়ার সামনে তিনি বলেছেন, "যেহেতু গতবারে আমরা তৃতীয় হয়েছিলাম, কাজেই এবার আমাদের প্রথম লক্ষ্য অবশ্যই সেমিফাইনাল খেলা। তারপর নকআউটে কত ভাল খেলি, এটা বড় বিষয়। আমার এই দলটার উপর বিশ্বাস আছে। দল নিয়ে কোচিং স্টাফরাও গত দুই বছর বেশ কষ্ট করেছে। সব বিষয়ে বলবো, আমরা প্রস্তুত।"

তবে নিউজিল্যান্ডের কন্ডিশনকে বড় বাঁধা মনে করছেন সাবেক অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজন। তার মতে, কন্ডিশনের বাঁধা টপকানোর জন্য সাধ্যমতো চেষ্টা করা হয়েছে বোর্ড থেকে। এজন্যই বেশ আশাবাদী সুজন। 

"অবশ্যই অনূর্ধ্ব-১৯ এর জন্য কন্ডিশনটা একটা কঠিন ব্যাপার। ওরা একদম নতুন। জাতীয় দলের উপর যতটুক আলো থাকে, ওদের একদমই নেই। তারপরও আমরা চেষ্টা করেছি ওদের যতটুকু ম্যাচ খেলানো যায়। প্রস্তুত করা যায় ছেলেগুলোকে।

ইংল্যান্ডে সফর গেল । বেশ কিছু সফর গেছে এর মধ্যে। সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করেছি। কিছু ম্যাচের ব্যবস্থাও করেছিলাম। উইকেট টাকে নিউজিল্যান্ডের মত কিছুটা করার চেষ্টা করেছিলাম।"; -- জানাচ্ছিলেন সুজন।

আরো পড়ুন: this topic