"মানুষের প্রার্থনার শক্তিতেই আমরা চ্যাম্পিয়ন"

ছবি:

আসরের শুরু থেকেই আলোচনায় ছিল বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স দলটি। শিরোপা তারাই পাবে-- এমন বিশ্বাস ছিল মানুষের। আসরের শেষদিনে চ্যাম্পিয়নও হল তারা। ফ্রেঞ্চাইজিটির মতে, মানুষের ভালবাসাই চ্যাম্পিয়ন করেছে তাদের।
রংপুর রাইডার্স দলের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক মিডিয়াকে জানিয়েছেন, "অনেক মানুষের দোয়ায় রংপুর ট্রফি জিতেছে। মালিকানা বদলের আগে দলটির ইমেজ সংকট ছিল।

আমরা সেটি পুনরুদ্ধার করেছি। কিছু একটা করে দেখানোর বাসনা আমাদের মধ্যে শুরু থেকেই খুব তীব্র ছিল। সেটি শুধু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই না, আরো অনেক কিছুর জন্যও। আমরা দিনশেষে তা পেরেছি।"
তবে মানুষের ভালবাসা পাবার কারণও তুলে ধরেছেন দলের প্রধান নির্বাহী। তার মতে, বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে জনগনের হৃদয়ে পৌঁছে গিয়েছে তারা। একারণে বাঁধভাঙ্গা সমর্থন করেছে মানুষ।
"আমরা টুর্নামেন্ট শুরুর বেশ আগে থেকেই মাঠ পর্যায়ে কাজ করেছি, যা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি করেনি। বন্যা, ??ঙ্গা থেকে শুরু করে এতিমখানা ও মাদরাসা—কোথায় যাইনি আমরা।
আপনারা এর অনেক কিছু দেখেনওনি। প্রচারের অন্তরালে থেকে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অনেক কিছু করেছি। চেষ্টা করেছি মানুষের কাছাকাছি যাওয়ার। সেই মানুষের প্রার্থনারও তো একটা শক্তি আছে।"; জানাচ্ছিলেন দলের প্রধান নির্বাহী।