রংপুর তারকা ক্রিস গেইল মাত্র ২২ রানেই ফিরতে পারতেন সাজঘরে। কিন্তু ষষ্ঠ ওভারে মোসাদ্দেক হোসেনের বলে কাভারে ক্যাচ দিয়ে সাকিবের হাতে জীবন পেয়ে একাই উড়িয়ে দিয়েছেন ঢাকাকে। জীবন পাওয়ার পর ডায়নামাইটস বোলারদের আর কোনো সুযোগই দেননি গেইল।
মাত্র ৬৯ বলে ১৪৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে রংপুর রাইডার্সকে গড়ে দিয়েছেন জয়ের ভিত। ঢাকা ডায়নামাইটস পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে গেইলের রানের চেয়ে মাত্র ৩ রান বেশি করতে পেরেছে। গেইলের এই ক্যাচ ফেলে দেয়াকেই সবচেয়ে বড় ভুল হিসেবে দেখছেন ডায়নামাইটস দলপতি সাকিব।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডায়নামাইটস অধিনায়কের কাছে প্রশ্ন ছিল, “ঢাকার ভুল কোথায় ছিল?”, সাকিব অকপটে উত্তর দিয়েছেন, “আমার ক্যাচ মিস…।” ফাইনাল ম্যাচে বল হাতে দলের সেরা বোলার তিনিই ছিলেন। রংপুরের একমাত্র উইকেটটি তিনিই নিয়েছেন।
তবে, সাকিব আক্ষেপ করলেন নিজেদের বোলিং নিয়েও। তিনি জানিয়েছেন, “আমরা বোলিংটা ওভাবে ভালো করতে পারি নাই। গেইলের ক্ষেত্রে মনে হয় আমরা ভালো জায়গায় যথেষ্ট বল করতে পারি নাই। হয়তো বা আরও এক-দুইটা সুযোগ পেলে কিছু করতে পারতাম। কিন্ত সুযোগটা আর আসে নাই।”
ঢাকার ম্যাচ হারার ক্ষেত্রে, প্রশ্নবিদ্ধ করা যায় টস জিতে আগে ব্যাটিং নেয়াকে। কারণ বড় ম্যাচে পরে ব্যাট করে রানের বোঝা নিয়ে খেলা যেকোনো দলের জন্যই কঠিন। তবে, সাকিব অবশ্য এর পক্ষে যুক্তি দিয়েছেন।
সাকিব বলেছেন, “শিশির একটা কারণ ছিল। আর ওই সময়ে ক্যাচ ধরতে পারলে ওদের রান ১৪০-১৩০ বেশি হতো না। কারণ উইকেট ব্যাটিংয়ের জন্য অতটা সহজ ছিল না। যেহেতু আমরা অনেক ব্যাটসম্যান নিয়ে খেলেছি, আর ওদের বোলিংকে খুব ভালো মনে করিনি, আমাদের বিশ্বাস ছিল ১৫০-১৬০ পর্যন্ত রান আমরা তাড়া করতে পারব।”