promotional_ad

রংপুরের 'রঙে' আলোকিত বিপিএল

promotional_ad

জমজমাট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে বিপিএলের পঞ্চম আসরের পর্দা নেমেছে। ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে চলতি আসরের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। এই টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ চমক দেখিয়েছেন ক্রিস গেইল।


টুর্নামেন্টে দুইটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরিতে এই ব্যাটিং দানব ব্যাট হাতে করেছেন ৪৮৫ রান। এই রানের সুবাদে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকও তিনি। মঙ্গলবারের ফাইনাল ম্যাচ শেষে খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার দেয়া হয়েছে।


পাঁচটি ক্যাটাগরির পুরস্কারের মধ্যে চারটিই উঠে ক্রিস গেইলের হাতে। প্লেয়ার অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার সহ ক্রিস গেইল পেয়েছেন মোস্ট এক্সাইটিং প্লেয়ার অব দ্য ম্যাচ এবং টিভিএস ব্যাটসম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও।


এছাড়া রংপুর রাইডার্সের আরেক পারফর্মার নাজমুল ইসলাম অপুর হাতে উঠেছে লাভেলো বোলার অব দ্য ম্যাচের পুরস্কার। রানার আপ দল ঢাকা ডায়নামাইটসকে দেয়া হয় ৭৫ লক্ষ টাকার চেক। আর চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স পেয়েছে দুই কোটি টাকার চেক।


ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে প্রথমবারের মতো এই জাঁকজমকপূর্ণ আসরের শিরোপা জিতেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। টুর্নামেন্টের ফাইনালে রংপুর তারকা ক্রিস গেইল ঝড়ো এক সেঞ্চুরির দেখা পেয়েছেন। বিপিএলের চলতি আসরে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।





promotional_ad

পাঁচটি বিভাগে দেয়া পুরষ্কারগুলো হলো:




লাভেলো বোলার অব দ্য ম্যাচ: নাজমুল ইসলাম অপু (রংপুর রাইডার্স)।




প্লেয়ার অব দ্য ম্যাচ: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।





টিভিএস ব্যাটসম্যান অব দ্য ম্যাচ: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।




মোস্ট এক্সাইটিং প্লেয়ার অব দ্য ম্যাচ: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।




প্লেয়ার অব্য দ্য টুর্নামেন্ট: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball