promotional_ad

দানবীয় গেইলের তোপের সামনে পড়তে চাননি সাকিব

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে এই জাঁকজমকপূর্ণ আসরের শিরোপা জিতে নিয়েছে রংপুর রাইডার্স। ক্রিস গেইলের দানবীয় ব্যাটিংয়ে এক কথায় ঢাকাকে উড়িয়ে দিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।




বিপিএলের টানা দ্বিতীয় শিরোপা জয় থেকে বঞ্চিত হলেন সাকিব আল হাসান। বিপিএলের গত আসরে তার অধিনায়কত্বেই শিরোপা জিতেছিল ডায়নামাইটসরা। এবার ফাইনালে উঠলেও, শিরোপা জিততে না পারায় হতাশ নন সাকিব। তিনি মনে করেন দারুণ একটি টুর্নামেন্ট গেছে তার দলের।




ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, "টুর্নামেন্টে আমরা যা অর্জন করেছি তা অসাধারণ ছিল। ফাইনালের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। কিন্তু আজকে গেইল শো ছিল। আমি একটি সুযোগ মিস করেছি এবং এর শোধ আমাদের ট্রফি দিয়ে  দিতে হয়েছে।"



promotional_ad



ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান নিজের প্রথম ওভারেই রংপুর তারকা জনসন চার্লসকে ব্যক্তিগত ৩ রানে ফিরিয়েছেন। তারপর আরেক ওভার করলেও। একেবারে শেষ ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন সাকিব।




নিজের চার ওভারের কোটা কেন পূরণ করেননি এই অলরাউন্ডার? সাকিব জানিয়েছেন, গেইল যখন ছন্দে ছিলেন এমন সময় তার বোলিং করা বেশ কষ্টকর হয়ে যেতো। গেইল আউট হলে অবশ্য নিজের চার ওভারের কোটা পূরণ করতেন বলে জানিয়েছেন সাকিব।





এই প্রসঙ্গে সাকিব বলেন, "আমার কাছে সবাই চার ওভার বোলিংয়ের আশা করে ছিল। কিন্তু গেইল যখন ছন্দে থাকে তখন আমার বল করা কষ্টকর হয়ে যায়। যদি গেইল আউট হতো আমি চার ওভার বোলিং করতাম।"




বিপিএলের চলতি আসর থেকে জাতীয় দলের জন্য বেশ কয়েকজন প্লেয়ার পাওয়া যাবে বলেও আশাবাদী সাকিব। দেশি খেলোয়াড়দের জন্য দারুণ একটি টুর্নামেন্ট ছিল বলেও, মনে করেন ডায়নামাইটস অধিনায়ক, "এটা অসাধারণ টুর্নামেন্ট ছিল। আশা করি, এখান থেকে বাংলাদেশ দলের জন্য আমরা কিছু প্লেয়ার পাবো।"





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball