promotional_ad

এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গেইলের

promotional_ad

বাংলাদেশের প্রিমিয়ার লীগের (বিপিএল) ফাইনালে আবারো ব্যাট হাতে ঝড় তুলেছেন ক্যারিবিয়ান তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে খেলতে নেমে মাত্র ৫৭ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন গেইল। 


শেষ পর্যন্ত গেইল মাঠ ছেড়েছেন ৬৯ বলে ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলে। দুর্দান্ত এই ইনিংসটি খেলার পথে ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় হাঁকিয়েছেন ১৮টি ছক্কা এবং ৫টি চার। 


আর এরই সাথে নিজেরই একটি রেকর্ড ভেঙ্গেছেন গেইল। এই ম্যাচের আগে গেইলের এক ম্যাচে ছক্কার সংখ্যা ছিলো ১৭টি। এদিন ১৮ টি ছক্কা মেরে নিজেকেও ছাড়িয়ে গেলেন তিনি।



promotional_ad

ক্যারিবিয়ান এই তারকা ব্যাটসম্যানের পর ১৬ ছক্কা নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের গ্রায়াম নেপিয়ার। ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে আরো কয়েকটি রেকর্ড গড়েছেন গেইল।


১৪৬ রানের ইনিংসটি খেলার পথে গেইল তুলে নিয়েছেন ছক্কার সেঞ্চুরিও। ছক্কার এই তালিকাতে ক্যারিবিয়ান এই তারকার আশেপাশে নেই কেউই।বাংলাদেশের সাব্বির রহমান ৪৭ ছক্কা নিয়ে আছেন দ্বিতীয় অবস্থানে।


শুধু তাই নয়, চলতি বিপিএলেও এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারীও সেই গেইল। মোট ১১ ম্যাচে ৪৮৫ রান সংগ্রহ করেছেন তিনি। এছাড়াও গেইল এই ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১১ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।



এই ম্যাচে মাঠে নামার আগে টি টোয়েন্টিতে গেইলের রান সংখ্যা ছিল ১০,৫৭১। ফাইনালে ১৪৬ রানের ইনিংসটির মধ্য দিয়েই এই মাইলফলকে পা রাখেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball