গেইলের '১০০০'

বাংলাদেশ
গেইলের '১০০০'
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) বিপিএল আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব। মঙ্গলবার বিপিএলের ফাইনালে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে বিপিএল ক্যারিয়ারে নিজের ১০০০ ??ানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

বিপিএলে বিদেশীদের মধ্যে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে তারই দেশী মারলন স্যামুয়েলস বিদেশীদের মধ্যে সবার আগে ১০০০ রানের এই ক্লাবে প্রবেশ করেন। 

বিপিএলে এখন পর্যন্ত মোট ১১১৭ রান করেছেন গেইল। ১১১৭ রান করতে তিনি ম্যাচ খেলেছেন মোট ২৬টি। যেখানে রয়েছে পাচটি শতক এবং চারটি ফিফটি। সর্বোচ্চ সংগ্রহ তার ১২৬ খুলনা টাইটান্সের বিপক্ষে।

বিপিএলে  এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী  ব্যাটসম্যান মাহমুদুলাহ রিয়াদ। ১৪০০ রান নিয়ে তালিকায় প্রথম স্থানে আছেন টাইটান্স দলপতি। দ্বিতীয় স্থানে থাকা তামিম ইকবালের রান ১৩৫৮।

তামিমের চেয়ে এক রান কম করে ১৩৫৭ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। আবার মুশফিকের চেয়ে এক রান কম করে চতুর্থ স্থানে আছেন সাকিব আল হাঁসান। 

আরো পড়ুন: this topic