promotional_ad

ফের বিসিবি পরিচালক সুজন

promotional_ad

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রোববার (১০ ডিসেম্বর)। এই সভায় বেশ কিছু গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার সঙ্গে কিঞ্চিৎ রদবদলের মধ্য দিয়ে স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করা হয়েছে। মোট ২১টি কমিটির মধ্যে পরিবর্তন আনা হয়েছে মাত্র ৭টিতে।




আর বাকি ১৩টি কমিটিই অপরিবর্তিত রাখা হয়েছে। আর একটি কমিটির প্রধানের নাম ঘোষিত হয়নি। পরিবর্তিত কমিটিগুলো হলো, উইমেন্স, এইচপি, মার্কেটিং, সিসিডিএম, টুর্নামেন্ট, গ্রাউন্ডস ও আম্পায়রস। উইমেন্স কমিটির দায়িত্ব দেয়া হয়েছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে।




আগের কমিটির প্রধান ছিলেন এমএ আউয়াল চৌধুরী ভুলু। মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির সাবেক চেয়ারম্যান কাজী এনাম আহমেদকে দেয়া হয়েছে সিসিডিএম’র দায়িত্ব। আর মার্কেটিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে শেখ সোহেলকে।




সাবেক সিসিডিএম প্রধাণ গাজী গোলাম মর্তুজাকে টুর্নামেন্ট কমিটির প্রধান করা হয়েছে হয়েছেন। এদিকে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হয়েছেন মাহবুব আনাম। আগের কমিটিতে তিনি হাই পারফরম্যান্স (এইচপি) প্রধান ছিলেন।




তাকে সরিয়ে এইচপি চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে। আর আম্পার্স কমিটির চেয়ারম্যান হয়েছেন স্বপন চৌধুরীকে। আগের কমিটিতে আম্পায়ার্স কমিটির প্রধান ছিলেন প্রয়াত নাজমুল করিম টিংকু।





promotional_ad

গতবারের ন্যায় এবারও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে। তার সহযোগী হিসেবে গত কমিটির মতো এবারও আছেন আকরাম খান।




অপরিবর্তিত ১৩ কমিটির প্রধানরা হলেন:


*ওয়ার্কিং কমিটি-এনায়েত হোসেন সিরাজ


*ক্রিকেট অপারেশন্স-আকরাম খান


*ফিনান্স-আফজালুর রহমান সিনহা


*ডিসিপ্লিনারি-আ জ ম নাসির উদ্দিন


*গেম ডেভেলপমেন্ট-খালেদ মাহমুদ সুজন


*সিকিউরিটি-মঞ্জুর কাদের


*ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট-লোকমান হোসেন ভুঁইয়া



*এজ লেভেল(বয়স ভিত্তিক)-তানজিল চৌধুরী


*মেডিক্যাল কমিটি-সৈয়দ আশফাকুল ইসলাম


*টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি (অ্যাড)-আনোয়ারুল ইসলাম


*মিডিয়া-মো: জালাল ইউনুস


*অডিট-শওকত আজিজ রাসেল


*লজিস্টিকস অ্যান্ড প্রোটোকল-ইসমাইল হায়দার মল্লিক


*শারিরীক প্রতিবন্ধী-নাম ঘোষিত হয়নি



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball