promotional_ad

বাঁচা মরার লড়াইয়ে রংপুরের লক্ষ্য জয়

promotional_ad

রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই বাঁচা মরার লড়াইয়ে দু দলেরই লক্ষ্য একটাই হওয়া উচিত। আর সেটা হলো জয়।




এমন হাইভোল্টেজ ম্যাচেই রোববার সন্ধ্যা ৬ টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের মোকাবেলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এমন কঠিন সমীকরণের ম্যাচে রংপুরের লক্ষ্যও জয়। নিজেদের সেরা পারফরমেন্স দিয়েই, লক্ষ্য পূরণ করতে চায় রংপুর।





promotional_ad

একথা সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন রংপুর রাইডার্স ম্যানেজার ডাঃ আনোয়ারুল ইকবাল, ‘আমাদের লক্ষ্য একটিই, জয়। এটা যেহেতু ডু অর ডাই ম্যাচ সেহেতু দ্বিতীয় আর কোন লক্ষ্যই নেই। অলআউট খেলতে হবে আমাদের।'




নিজেদের সেরা পারফরমেন্স উপহার দিয়েই শুক্রবার (৮ ডিসেম্বর) এলিমিনেটর ম্যাচে খুলনা টাইটানসের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে রংপুর। যেখানে ব্যাট হাতে এক অতিমানবীয় ইনিংস খেলেছেন রংপুরের ব্যাটিং তারকা ক্রিস গেইল।





৫১ বলে তার অপরাজিত ১২৬ রানের ‘খুনে’ ইনিংসে ১৬৮ রান করেও শেষ রক্ষা হয়নি মাহমুদুল্লাহদের। অবশ্য গেইলের জ্বলে ওঠার দিনে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম। সেদিন রানের খাতা না খুলেই সাজঘরে ফিরিয়েছেন এই কিউই তারকা।




তবে কুমিল্লার বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে এই কিউই বিষ্ফোরক ব্যাটসম্যান ঠিকই জ্বলে উঠবেন বলে আশাবাদী রংপুরের ম্যানেজার। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘ম্যাককালামের কাছ থেকে আশা করছি। যদি খেলা হয় দেখেন না ও কী খেলে। চ্যাম্পিয়ন প্লেয়ার বলে কথা।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball