promotional_ad

সাকিব-তামিমদের কোচ হতে আত্মবিশ্বাসী পাইবাস

promotional_ad

গত কয়েকদিন থেকেই সাকিব তামিমদের পরবর্তী কোচ কে হতে যাচ্ছেন এই নিয়ে চলছে তুমুল আলোচনা। চন্ডিকা হাথুরুসিংহের উত্তরসূরি বাছাই করতে ইতিমধ্যেই কোচদের নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 


আর এই তালিকার শীর্ষে আছেন টাইগারদের সাবেক কোচ রিচার্ড পাইবাস। এরই মধ্যে কোচ হওয়ার জন্য বিসিবির কাছে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। জানা গেছে পাইবাসের ব্যাপারে যথেষ্ট সন্তুষ্ট বোর্ড। 


বুধবার বেলা এগারোটার দিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে কথা বলেন পাইবাস। পরবর্তীতে পাপন জানিয়েছেন বাংলাদেশকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনাই করেছেন এই অভিজ্ঞ কোচ। 



promotional_ad

শুধু বিসিবিই নয়, পাইবাস নিজেও টাইগারদের দায়িত্ব নিয়ে যে আগ্রহী সেটি তাঁর কথাতেই বোঝা গিয়েছে। মিরপুর স্টেডিয়াম ছাড়ার আগে তিনি বলেছেন, 'চমৎকার আলোচনা হয়েছে। খুব ভাল একটা দিন কাটালাম।'


জানা গেছে বিসিবি প্রধানের সাথে আলাপকালীন সময়েও বাংলাদেশের ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন পাইবাস। দায়িত্ব নিলে নিজের সেরাটা দিয়েই দলের উন্নতি সাধন করার লক্ষ্যের কথাও জানান তিনি। পাইবাস বলেছেন, 'আমাকে তো পারফরম্যান্স দেখাতেই হবে। না হলে আমাকে রাখবে কেন?'


উল্লেখ্য পাইবাসের পাশাপাশি টাইগারদের কোচ হওয়ার দৌড়ে আরও আছেন ক্যারিবিয়ান ফিল সিমন্স এবং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এবং কোচ জিওফ মার্শ। শেষ পর্যন্ত কাকে বেঁছে নিবে বিসিবি সেটি আর কয়েকদিনের মধ্যেই অবশ্য জানা যাবে।   




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball