বোলিংয়ে বাংলাদেশীদের জয়জয়কার

বাংলাদেশ
বোলিংয়ে বাংলাদেশীদের জয়জয়কার
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ব্যাটসম্যানদের তুলনায় বোলারদের সফলতার হার বেশী। বিশেষ করে দেশী বোলারদের সফলতার হার নজর কেড়ে নেয়ার মত। 

এখন পর্যন্ত বিপিএলের সেরা পাঁচ বোলারদের মধ্যে যারা আছেন তারা সবাই বাংলাদেশী। তাই বললে ভুল হবে হবেনা বিপিএলের পঞ্চম আসর কিছুটা হলেও সফল।

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ইয়াংস্টার আবু জায়েদ রাহি, সাইফুদ্দিন, আবু হায়দার রনিরা। তবে তরুণদের পেছনে ফেলে সবার উপরে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

ঢাকা ডায়নামাইটসের এই অধিনায়ক এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে নিয়েছেন ১৯টি উইকেট। তার সমান ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন খুলনা টাইটান্সের পেসার আবু জায়েদ রাহী।

তিন নম্বরে থাকা পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের শিকার ১৫ উইকেট। আর ঢাকা ডায়নামাইটসেরই আরেক পেসার আবু হায়দার রনি আছেন ১৪ উইকেট নিয়ে চার নম্বরে।

এই তালিকায় পঞ্চম স্থানে আছেন পেসার তাসকিন আহমেদ। রনির সমান ১৪ উইকেট নিয়েছেন তিনি। যদিও তার দল চিটাগাং ভাইকিংস ইতিমধ্যে বিপিএল থেকে ছিটকে গিয়েছে।

যেকারণে ১৩ উইকেট নিয়ে ছয় নম্বরে থাকা মাশরাফী হয়তো প্লে-অফ পর্বেই থাকে ছাড়িয়ে উঠে আসবেন ছয় নম্বর পজিশনে। 

লিগপর্বে সেরা বোলিং ফিগার সাকিব আল হাসানের। রংপুরের বিপক্ষে মাত্র ১৬ রানে ৫ উইকেট তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার। ৫ উইকেট শিকার করেছেন হাসান আলী, নাসির হোসেন, শফিউল ইসলামরাও।

আরো পড়ুন: this topic