promotional_ad

লর্ডসে সাকিবের 'হ্যাট্রিক'

promotional_ad

টানা তৃতীয় বারের মতো লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের জরিপে সেরা ২০ ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের টি-টুয়েন্টি দলপতি এবং বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


বিশ্বজুড়ে বছরের সেরা ক্রিকেটার নির্বাচন করতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পক্ষ থেকে একটি জরিপ পরিচালনা করা হয়। যেখানে ২০১৫ সালে সাকিব ছিলেন সেরা ২০ জনের মধ্যে ১৬তে।


এরপরের বছর আবারও তিনি জায়গা করে নেন এই তালিকায়। সেবার অবনমন হলেও ছিলেন ২০ নম্বরে। আর এবার ২০১৭ সালের লর্ডসের সেরা ২০ ক্রিকেটারের তালিকায় ১৬তম স্থানে আছেন এই বাঁহাতি অলরাউন্ডার। 



promotional_ad

চলতি বছর মোট ২৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে মোট ৩৩ ইনিংসে ৩৬.৮১ গড়ে ১২১৫ রান এসেছে তার ব্যাট থেকে। যেখানে রয়েছে তিনটি শতক এবং ৬টি অর্ধশতক। 


এছাড়াও চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে একটি ডাবল হান্ড্রেডও রয়েছে তার। যেখানে তিনি ২১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। পাশাপাশি চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের সাথেই শতক হাঁকিয়ে বাংলাদেশকে সেমিফাইনালের টিকিট এনে দেন তিনি। 


সাকিব সম্পর্কে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড কর্তৃপক্ষ লিখেছে, আ???সিসি র‌্যাংকিংয়ে তিন ফরম্যাটেই এক নম্বর অলরাউন্ডার, ওয়ানডেতে ২০০ উইকেট ও পাঁচ হাজার রান সংগ্রহকারী, এবং শ্রীলংকার মাটিতে সিরিজ সেরা ক্রিকেটার সাকিব।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball