promotional_ad

'ভদ্রলোক' তামিমের ক্রিকেটীয় সততা

promotional_ad

ম্যাচে তখন চলে ১৮ তম ওভার। ম্যাচের ভাগ্য কার দিকে যাবে তখনও বলা যাচ্ছিলোনা। ঢাকার জিততে প্রয়োজন ছিল ১৭ বলে ৪৩ রান, আর ক্রিজে ছিলেন বিধ্বংসী কেভিন কুপার এবং এবারের  বিপিএলের অন্যতম সফল উইকেট রক্ষক ব্যাটসম্যান জহিরুল ইসলাম অমি।


কয়েক ম্যাচ আগেই এই অমি'র হাত ধরেই শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছিলো ডাইনামাইটসরা। যেকারণে ঢাকার সমর্থকরা তখনও আশায় বুক বেঁধে ছিলেন যে এখান থেকেও জয় পাওয়া সম্ভব।


অপরপ্রান্ত থেকে কুমিল্লার হয়ে বোলিং করছিলেন ক্যারিবিয়ান স্টার ডোয়েইন ব্রাভো। হিসেবটা এমন জিতলেই শেষ চারে চলে যাবেন তারা। এমন পরিস্থিতিতে দলকে জয় এনে দেয়ার লক্ষেই বল করলেন ব্রাভো।



promotional_ad

কিন্তু সেই ওভারেই ব্রাভোর বলে সিংগেল নিতে গিয়ে তার সঙ্গে ধাক্কা খেয়ে ক্রিজে লুটিয়ে পড়েন কেভন কুপার। সেই সময়ই অপরদিকে বল কুড়িয়ে উইকেট ভেঙ্গে দেন কুমিল্লার এক ফিল্ডার।


রান আউটের শিকার হয়ে কুপার যখন সাজঘরের দিকে ফিরেও যাচ্ছিলেন। তখনই এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে বেশ কয়েক বার ফিরিয়ে আনার চেষ্টা করেন কুমিল্লা দলপতি।


ডাইনামাইটসের খেলোয়াড়রাও তখন কুপারকে ফিরে যেতে বলেন। শেষ পর্যন্ত ডাগ আউটের কাছে গিয়ে পর্যন্ত কুপারকে ফিরিয়ে আনেন কুমিল্লা দলপতি।



কুমিল্লা দলপতি তামিম ইকবালের এমন ক্রীড়াসুলভ আচরণ মুগ্ধ করেছে সবাইকে। আর ম্যাচ শেষে তামিম নিজেই জানিয়েছেন ক্রিকেট ভদ্রলোকের খেলা বলেই তিনি সৎ থাকতে চেয়েছেন।


বিডিনিউজ২৪কে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশ দলের অন্যতম সেরা এই ওপেনার জানান, 'আমরা ক্রিকেটকে বলি ভদ্রলোকের খেলা। আমাকে তাই সৎ থাকতেই হবে। আমার দল যদি হারার অবস্থানে থাকত, তাহলেও আমি একই কাজ করতাম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball