জাহানারার অভিযোগের তদন্ত কমিটিতে রুবাবা দৌলা

বাংলাদেশ
জাহানারার অভিযোগের তদন্ত কমিটিতে রুবাবা দৌলা
জাহানারা আলম ও রুবাবা দৌলা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন বাংলাদেশ নারী দলের এক সময়ের অধিনায়ক জাহানারা আলম। সাবেক এই ক্রিকেটার জাহানারাকে বাজে প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জাহানারা।

এই নারী ক্রিকেটের দাবি অসংখ্যবার বিসিবিকে এসব যৌন হয়রানির কথা অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। কিন্তু কোন প্রতিকার পাননি। এবার জাহানারার সাক্ষাৎকারটি নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তারা এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করার আশ্বাস দেয়া হয়েছিল বোর্ডের পক্ষ থেকে।

সেই কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নিজেদের চূড়ান্ত তদন্ত রিপোর্ট জমা দেবে। এমনটাই জানানো হয় বিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে। শনিবার ৩ সদস্যের সেই কমিটি ঘোষণা করেছে বিসিবি। যেখানে আছেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা। সেই সঙ্গে আছেন বিচারপতি তারিক উল হাকিম ও ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।

তাদের নাম ঘোষণা করে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে-

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু সদস্যকে ঘিরে ওঠা সাম্প্রতিক অসদাচরণের অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটির গঠন নিম্নরূপ—

সভাপতি:

বিচারপতি তারিক উল হাকিম

সাবেক বিচারপতি, আপিল বিভাগ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সদস্য:

রুবাবা দৌলা

পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড

সদস্য:

ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা

সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সভাপতি, বাংলাদেশ উইমেনস স্পোর্টস অ্যাসোসিয়েশন

আরো পড়ুন: জাহানারা আলম