দলে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আলো ছড়ানো জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার, মেহেরব হাসান অহিনদের ক্রিকেটারদের। তা ছাড়া অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, মৃত্যুঞ্জয় চৌধুরীরা।
জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আবু হায়দার রনিরা। এশিয়া কাপ রাইজিং স্টারে হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার গ্রুপে রয়েছে টাইগার যুবারা।
গ্রুপ পর্বে বাংলাদেশ তিনটি ম্যাচে মাঠে নামবে। ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ নভেম্বর। ২১ নভেম্বর আসরের দুটি সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর মাঠে গড়াবে ফাইনাল ম্যাচটি। সবগুলো ম্যাচই হবে কাতাদের দোহায়।
বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড:
জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, মেহেরব হাসান অহিন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
বাংলাদেশের ম্যাচের সূচি:
বাংলাদেশ বনাম হংকং: ১৫ নভেম্বর
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ১৭ নভেম্বর
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ১৯ নভেম্বর