এই সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ইনফর্ম ব্যাটার জাওয়াদ আবরার। দলে সুযোগ পেয়েছেন নিয়মিত ক্রিকেটাররাই। কোনো চমক নেই বললেই চলে। আফগানদের বিপক্ষে ২৫ অক্টোবর বাংলাদেশে আসবে আফগানিস্তানের যুবারা।
ঢাকায় নেমে বিমানবন্দর থেকেই সরাসরি রাজশাহীতে গেছে সফরকারীরা। দুদিনের অনুশীলন শেষে ২৮ অক্টোবর প্রথম একদিনের ম্যাচ খেলবেন তারা। দ্বিতীয় একদিনের ম্যাচ হবে ৩১ অক্টোবর। দুইটি ম্যাচই হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।
সিরিজের পরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩, ৬ ও ৯ নভেম্বর। তিনটি ম্যাচই হবে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে। সিরিজ শেষে ১০ নভেম্বর বাংলাদেশ ছাড়বে আফগানিস্তানের যুবারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসান, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, সবুজ, রাফি উজ্জামান রাফি, আবদুর রহিম, ইকবাল হোসাইন ইমন।