মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকে বিশ্বকাপ নিয়ে চিন্তা করছি: তামিম

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, ফাইল ফটো
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকা জয় করে গত রাতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে আফ্রিকা সফর শুরু করে যুব দল। তারপর জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় তারা।

সিরিজে অসাধারণ পারফর্ম করেন অলরাউন্ডার রিজান হোসেন। ডানহাতি পেস বোলিং এই অলরাউন্ডার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ব্যাট হাতে করেন ৯৫ রান। বল হাতে নেন ৩৪ রানে নিয়েছেন পাঁচ উইকেট।

দেশে ফিরে তার প্রশংসা করে অধিনায়ক তামিম বলেন, 'আমার কাছে মনে হয় যে বিপদের সময় আমরা যখন স্ট্রাগল করছিলাম, সেই সময় রাতুল দুটি ম্যাচ জিতিয়েছে। এটা অনেক ভালো কিছু। শেষ ম্যাচে রিজান যে পারফর্ম করেছে...(সেটা দারুণ)। যখন টিম স্ট্রাগল করে তখন কেউ এসে যদি ভালো একটা পারফরম্যান্স করে টিমকে জেতায়, সেটা অসাধারণ।'

'রিজান বোলিং অলরাউন্ডার অনেক ভালো একটা মানে সিরিজ কাটিয়েছে এবং এটা খুবই ভালো লাগছে যে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ও যে ইনিংসটা খেলছে আসলে খুবই দরকার ছিল ফাইনালে।'

ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বে ছয়টি ম্যাচ খেলে পাঁচটিতে জিতে যুব দল। একমাত্র হারটি ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে। সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। আগামী বছর বিশ্বকাপকে সামনে রেখে এবারের আফ্রিকা সফরে প্রাপ্ত জয় বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে যুবাদের।

তামিম আরো বলেন, 'আমাদের উন্নতি হয়েছে গত কয়েকদিনে। আমরা মিডল অর্ডারের ব্যাটাররা ভালো করছে। আব্দুল্লাহ, রিজানরা দারুণ পারফর্ম করছে। আলহামদুলিল্লাহ, ওভারঅল সবার কম্বিনেশনে একটা ভালো পারফরম্যান্স হইছে।'

'দেখেন সবকিছুই উপরে আল্লাহর হাতে। আমরা ঐভাবেই চেষ্টা করছি, ঐভাবে প্রিপারেশন, আমাদের সবকিছু ঐভাবে। এক বছর ধরে আমরা হার্ড ওয়ার্ক করছি। মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকে আমরা ওয়ার্ল্ড কাপটা নিয়ে চিন্তা করছি।'